আসিফুজ্জামান পৃথিল : ম্যাক ২৫ গতি তুলতে সক্ষম জেট বানানোর একটি ব্রিটিশ পরিকল্পনা বড় ধরণের পরীক্ষণ বাঁধা অতিক্রম করতে সক্ষম হয়েছে। তৈরী করা সম্ভব হলে এটি দিয়ে তৈরী করা হবে এমন একটি ‘মহাশূণ্য জাহাজ’ যা শব্দেরও ২৫ গুন বেশি গতি তুলতে সক্ষম হবে। এটি নির্মান সম্ভব হলে মহাকাশ বিজ্ঞান বহুগুণ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাইমস, ইঞ্জিনিয়ারিং।
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার ভিত্তিক রিয়াকশন ইঞ্জিনস এই ইঞ্জিনটির নকশা করেছে। এর নাম দেওয়া হয়েছে স্যাবর। সম্প্রতি এটি ‘প্রি-কুলার’ প্রযুক্তির এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যা আপাদত ম্যাক ৩.৩ গতি তুলতে পারছে।
পুরো ইঞ্জিন নির্মাণ হওয়ার পর এটি ‘মহাশূন্য জাহাজ’ গুলোকে মুহুর্তের মধ্যেই পৃথিবীর কক্ষপথের বাইরে নিয়ে যাবে। আর উড়োজাহাজগুলোকে কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে পারবে।
পরবর্তী ধাপে কোম্পানিটি রকেটের গতি ৫ ম্যাক-এ তুলতে চায়। এ
জন্য তারা রকেটের জ¦ালানীর মধ্যে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম বাতাস প্রবাহিত করবে। এই কোম্পানিটি ব্রিটিশ হলেও তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের কলোরোডা এয়ার অ্যান্ড স্পেস পোর্টে। সম্পাদনা : ইকবাল খান
আপনার মতামত লিখুন :