শিরোনাম
◈ সরকার কঠোর হবে, নজরদারিতে আছে ওরা: মাহফুজ আলম ◈ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে ◈ ৯৮ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ২৮৮ অভিবাসী গ্রেফতার ◈ ফের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ পাকিস্তান সুপার লি‌গে চ‌্যা‌ম্পিয়ন দল পাবে ৬ কো‌টি টাকা, রানার্সআপ আড়াই কো‌টি ◈ বিএন‌পি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে,  কী বলছে এনসিপি ও জামায়াত? ◈ নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ চীনের ◈ ট্রান্সশিপমেন্ট সুবিধা: ১৫ মাসে ভারত হয়ে ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি ◈ বর্ষবরণ শোভাযাত্রার নাম পাল্টাচ্ছি না, পুরোনো নাম–ঐতিহ্যে ফিরে যাচ্ছি: ঢাবি উপাচার্য (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরো দক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরো কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন।

সোমবার ঢাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। এর পেছনে মেধাবী ও কর্মস্পৃহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আগামী দিনেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরো বেশী মেধাবী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা নিয়োগ প্রদান করতে হবে ।

তিনি আরো বলেন, সারাবিশ্ব যখন জঙ্গিবাদ মোকাবিলায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তখন বাংলাদেশ সফলভাবে জঙ্গীবাদ মোকাবিলা করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখেছে। জঙ্গীবাদ মোকাবিলাসহ অন্যান্য চ্যালেন্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে ।

এসময় প্রতিমন্ত্রী সারাদেশ হতে দক্ষ ও মেধাবী কর্মকর্তা বাছাইয়ে পিএসসি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।

তিনি বলেন, পিএসসি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মেধাবী ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রসংশনীয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এ সুনামের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, ড. আব্দুল জব্বার খাঁন বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও. এন. সিদ্দিকা খানম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়