স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারনে ১৩৬ রানের ছোট লক্ষ্য ছুঁতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।
প্রথম কয়েকটি ম্যাচে ভালো খেললেও শেষ ম্যাচে ব্যাটে রান আসেনি টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের থেকে। এদিকে রশিদ খান ও নবির ভালো পারফর্মেন্সের কারণে দলে সুযোগ পাচ্ছেনা উইলিয়ামসন ও সাকিবের মতো প্লেয়ার। আর তাই দলের প্লেয়ার নির্বাচন নিয়ে সমস্যায় ভূগছে দলটির নির্বাচকরা।
এ নিয়ে অধিনায়ক ভূবনেশ্বর বলেন, ‘এমন পরিস্থিতিতে তাদেরকে প্রথম পড়তে হয়েছে। তাই কিছুটা অপ্রস্তুত ছিল ব্যাটসম্যানরা। সেখানে তারা জুটি গড়তে পারেনি। তবে সামনের ম্যাচগুলোতে তারা ভালো করবে, আমার বিশ্বাস।’
এছাড়া ধীরঘতির ব্যাটিং নিয়ে তাঁর ভাষ্য, ‘ক্রিকেট হারা-জেতার খেলা। এমনটা হওয়া স্বাভাবিক। যদিও উইকেট থেকেও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এই দিকে পরবর্তীতে নজর থাকবে সকলেরই।’
নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে দুই দলই, তাই তাদের লক্ষ্য এই ম্যাচ জিতে টেবিলে নিজেদের জায়গাটা আরও শক্ত করতে। কারণ জিতলেই টেবিলে সেরা চারে থাকার সুযোগ রয়েছে দুই দলের সামনেই।
আপনার মতামত লিখুন :