শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অপহৃত সরকারি কর্মচারী উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর সবুজবাগ থেকে অপহৃত সরকারি কর্মচারী মো. আকরাম হোসেন (৪০)কে উদ্ধারসহ অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তার নাম সাজ্জাদ হোসেন অন্তর (২৫)। আকরাম সড়ক ও জনপদ অধিদফতরের ডেমরা ও সায়েদাবাদ অঞ্চলের ওয়ার্ক সুপারভাইজর হিসেবে কর্মরত।

র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, ডেমরার হাজী নগর এলাকার বাসিন্দা মৃত আরশেদ আলী শেখের ছেলে ও সরকারি কর্মচারী আকরামকে অপহরণকারী একটি চক্র প্রলোভিত করে রাজধানীর সবুজবাগের ১০১/ডি নম্বরস্থ ৬ষ্ঠ তলা বাড়ির নিচ তলায় একটি ফ্লাটে আটকে রাখে। অপহরণ চক্রটি আকরামের হাত পা বেধে পিস্তল, চাপাতি, চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের লোকজনের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভীত সন্ত্রস্ত হয়ে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা অপহরণকারী চক্রকে দেয়। এ ঘটনায় আকরামের ছেলে ব্যাটালিয়নে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে সবুজবাগের ওই বাসা থেকে হাত পা বাধা অবস্থায় আকরামকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চত্রের সদস্য সাজ্জাদকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অপহরণে কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি চাপাতি, ২াট চাকু ও ২টি মোবাইল ফোনসেট ও মুক্তিপণ বাবদ নেয়া ৩০ হাজার টাকা।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে মোছা. দিপা (২৮), মো. সজল (২২), মো. ফারুক হোসেন (১৮) ও মো. মহসিন (১৯) নামের চারজন কৌশলে পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সবুজবাগ থানায় আকরাম বাদি হয়ে একটি অপহরণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়