স্পোর্টস ডেস্ক: আগামী ১০ এপ্রিল থেকে আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কিন্তু সিরিজের আগে শুনতে হলো দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা।
গত ফেব্রুয়ারি মাসে ইনজুরির শিকার হন এই দুই জিম্বাবুইয়ান ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্সের সাথে ছিলেন টেইলর। সেখানেই চোট পান তিনি। অধিনায়ক মাসাকাদজা চোট পান ঘরোয়া লিগে খেলার সময়। এখনো মাঠে নামার মতো সুস্থ হয়নি দলের এই দুই বড় ভরসা। রোববার এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বিষয়টি নিশ্চিত করে।
নিয়মিত অধিনায়ক মাসাকাদজার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন পিটার মুর। ১৬ সদস্যের দলে নতুন মুখ দুইটি। আইন্সলে এন্ডলভু ও টনি মুনইয়োঙ্গা। এছাড়া একদিনের ক্রিকেটে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রেগিস চাকাবা ও তাইমিসেন মারুমা।
এটাই জিম্বাবুয়ে ও আবর আমিরাতের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সবগুলো ম্যাচই হারারেতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। টেস্ট খেলেড়ু দল হলেও এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। দশ দলের অংশগ্রহণের এবারের বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে আসতে পারেনি দলটি।
আপনার মতামত লিখুন :