স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের খ্যাতি অর্জনের অন্যতম ক্রেডিট পঞ্চতাণ্ডবের। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ বাংলাদেশ দলকে শক্তভাবেই জিইয়ে রেখেছে। আর এদের বিদায়ের পর দলের হাল ধরবে কে? এ ব্যাপারে এখনই বিসিবিকে ভাবতে বলেছেন একসময়কার টাইগারদের কোচ গর্ডন গ্রিনিজ।
একসময় ক্রিকেটবিশ্বে উইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কানরা রাজত্ব করতো। কিন্তু দুর্দান্ত পারফর্মেন্সে থাকা খেলোয়াড়দের মেয়াদ শেষ হতে না হতেই এখনকার সময়ে দলগুলোর করুণ অবস্থা। আর তাই গ্রিনিজ বিগ ফাইভের পর গুরুদায়িত্ব কাদের হাতে তুলে দিবেন তা নিয়ে ভাবতে বলেছে ক্রিকেট অভিভাবকদের।
তিনি বলেন, ‘দেখুন, প্রত্যেক ক্রিকেট খেলুড়ে দেশেরই দারুণ খেলতে থাকা একটা প্রজন্মের বিদায়ের পর গুছিয়ে উঠতে বেগ পেতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার পরামর্শ থাকবে, এটা নিয়ে এখন থেকেই ভাবুন। শূন্যস্থান পূরণে পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’
এছাড়া আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে নিজেদের কৌশলগত উন্নতির পাশাপাশি প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতার দিকগুলো নিয়েও আলাদাভাবে পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেন গর্ডন গ্রিনিজ।
আপনার মতামত লিখুন :