নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি: “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা”এই স্লোগানে রবিরার(৭এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের আয়োজনে “বিশ্ব স্বাস্থ্য দিবস” পালন ও শাখা ছাত্রলীগের পক্ষ থেকে চিকিৎসা কেন্দ্রে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপাচার্যেরর নিকট সাত দফা দাবি পেশ করা হয়।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নানা আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি স্বাস্থ্য সম্পর্কে সকলে সচেতন হতে বলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে সর্বোচ্চ সেবাটা নিতে পারে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্মরত ডাক্তারদের জোর তাগাদা দেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করতে বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল আমল, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, মেডিক্যালে কর্মরত ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে একটি র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা ব্যবসা অনুষদের সামনে মুন্নি চত্বরে দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবার আয়োজন করেছে।
"উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক বিশ্ব স্বাস্থ্য দিবসের অঙ্গীকার" স্লোগানে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের স্বাক্ষরিত স্বারক লিপিতে চিকিৎসা কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন;পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও ওষুধের মানোন্নয়ন;শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ বৃদ্ধি করা; শিক্ষক, শিক্ষার্থী কর্মচারী, কর্মকর্তা অনুপাতে ডাক্তার ও নার্স নিয়োগ; প্যাথলজি সেবার মান উন্নয়ন;এক্স রে মেশিন,অনুবীক্ষণ যন্ত্র,ফটো ইলেকট্রিক কালার মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সুব্যবস্থা করা;আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি পেশ করা হয়।