শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রাখতে চায় চীন

নূর মাজিদ : জেনেভাভিত্তিক বিশ্ববাণিজ্য সংস্থার পুনঃগঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প চীন, ভারত এবং আরো বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, এর বিরোধিতা করেছে চীন।

গত শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের জন্য নির্ধারিত উন্নয়নশীল দেশের অবস্থানে কোন পরিবর্তন আনতে আগ্রহী নয় বেজিং। এই বিষয়ে মার্কিন চাপ তারা ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে জোট বেঁধে মোকাবেলা করবে।

বিশ্ববাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো অর্থনৈতিক শক্তিগুলো। তারা এই তালিকায় অবস্থান করার কারণে ডবিূøউটিও’র কাছ থেকে বৈদেশিক বাণিজ্যে বিশেষ ছাড় এবং সুবিধা পেয়ে থাকে।

যার কারণে তারা কৃষিসহ আরো বেশকিছু শিল্পরপ্তানি খাতে প্রণোদনা দিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে সক্ষম হয়। এছাড়াও, নিজেদের বাজারে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ থেকে পণ্য আমদানির কোটাও নিয়ন্ত্রণ করতে পারে দেশটি। উন্নত দেশের তালিকায় থাকায় ডবিূøউটিও’র আইন অনুসারে যুক্তরাষ্ট্রের এই সুযোগ নেই। এই অবস্থাকে একটি অন্যায় বলে মনে করে বর্তমান মার্কিন প্রশাসন।

ডবিূøউটিও’র এই ধরণের ব্যবস্থার বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। তিনি গতবছর একাধিকবার বিশ্ববাণিজ্য সংস্থার সংস্কারের আহ্বান জানান। একইসঙ্গে, সংস্থাটিতে চীনের বিপক্ষে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশও করেন তিনি। তিনি সংস্থাটিকে ‘অকার্যকর’ এবং ‘বিপথে পরিচালিত বাণিজ্য ব্যবস্থা’ বলেও দাবী করেন।

তবে এখনও বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের পাল্লা ভারী। কারণ, সংস্থাটির দুই-তৃতীয়াংশ সদস্য দেশ উন্নয়নশীল দেশের আওতাভুক্ত। এরা সকলেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে চীনের গড়া জোটে যোগ দিতে পারে। উল্লেখ্য, চীন আনুষ্ঠানিকভাবে নিজেকে বিশ্বের সবচাইতে বড় উন্নয়নশীল দেশ বলে অবহিত করে।

সাউথ চায়না মর্নিং পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়