শিরোনাম

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুশিয়ারায় জালে আটকে পড়া ২০০ কেজির বাঘ আইড় বিক্রির জন্য সিলেটে

সাত্তার আজাদ, সিলেট: কুশিয়ারা নদীতে জেলের জালে আটকা পড়ল ২০০ কেজি ওজনের বাঘ আইড় মাছ। জেলেরা মাছটিকে সিলেটের লালবাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

রবিরার ভোরে কুশিয়ারা নদী জকিগঞ্জ এলাকার ডুবাইচরে জেলের জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য সিলেটের লালবাজারের নিয়ে আসা হয়। মাছটির ওজন ২০০ কেজি বলে জানিয়েছেন জেলেরা।

রবিবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা। তবে ওই সময় পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দাম উঠেছে।

ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।

তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ দাম না পেলে আগামিকাল সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়