শিরোনাম

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলাধার পুকুরের বিলুপ্তিতে চট্টগ্রামে বসছে ২৩০টি ফায়ার হাইড্রেন্ট

নাঈম কামাল : বন্দর নগরী চট্টগ্রামে একের পর এক গড়ে উঠছে সুউচ্চ ভবন, শিল্প কারখানা। সেই সাথে পাল্লা দিয়ে কমছে নগরীর জলাধার-পুকুর। কোথাও আগুন লাগলে তা নেভাতে পর্যাপ্ত পানি পেতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এ অবস্থা থেকে উত্তরণে নগরীতে ২৩০টি ফায়ার হাইড্রেন্ট বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ প্রকল্প শেষ হলে দ্রুত আগুন নেভাতে পানির অভাব দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। যমুনা টিভি

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফয়জুল্লাহ বলেন, বিশ্বব্যাংকের অনুদানে ৩০টি বসানো হয়েছে এবং জাইকার অনুদানে ২০০টি ফায়ার হাইড্রেন্ট বসানোর কাজ চলছে।

সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, নগরীর এমন অনেক জায়গায় পানি পাওয়া যায় না। এতে অনেক সমস্যায় পড়তে হয়। এর ব্যবহারে ঝুঁকি অনেক কমে যাবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নেভাতে দূর থেকে আমাদেরকে পানি আনতে হতো। এখন আমরা যেখানে আগুন লাগবে সেখান থেকে পানি নিয়ে আগুন নেভাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়