শিরোনাম
◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও) ◈ কাকরাইলে বড় জমায়েতে সাদপন্থিদের জুমা আদায়   ◈ বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, ইসরায়েলে হোঁচট খেলো ফ্রান্স

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস বন্ধে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ

ফাতেমা ইসলাম : দুই ভাইয়ের দ্বন্ধে দু’সপ্তাহ ধরে বন্ধ ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিসের একাংশ। ভারতীয় অংশের দুই অপারেটরের একজনের টাকা বাকি থাকায় দুটি বাস চলাচল স্থগিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। বিআরটিসি বলছে শিঘ্রই এই সেবা চালু করতে চেষ্টা করছেন তারা। চ্যানেল ২৪

গত ১৯ মার্চ কলকাতা থেকে ছেড়ে আসা এই ঢাকাগামী বাসটি টেটরাপোল বন্দরেই আটকে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ, বাকি পড়েছে লিজের টাকা। আপন দুই ভাই অবনি ঘোষ ও অরুন ঘোষ আগে ভারতীয় অংশে একসাথে করলেও সম্প্রতি তারা আলাদা পারমিটে বাস পরিচালনা করছেন। অরুন ঘোষ লিজের টাকা দিতে না পারায় পশ্চিমবঙ্গ সরকার তার বাস চলাচল স্থগিত করে। ফলে দুর্ভোগে পড়েছে এই রুটের যাত্রীরা। টেলিফোনে অরুন ঘোষ স্বীকার করেছেন এই পরিস্থিতির কথা।
বাংলাদেশে আন্তর্জাতিক রুটের বাস চলাচলে দেখভালের দায়িত্বপ্রাপ্ত সরকরি সংস্থা বিআরটিসি বলছে, তারা বিষয়টি দেশীয় অপারেটরদের কাছ থেকে শুনে সংশ্লিষ্টদের জানিয়েছেন। যদিও চ্যানেল ২৪ এর হাতে আসা একটি চিঠি বলছে পশ্চিমবঙ্গ সরকার থেকে আনুষ্ঠানিক ভাবেই বিআরটিসিকে এই বাস বন্ধের কথা জানানো হয়েছিলো।

বিআরটিসি’র চেয়ারম্যান বলেন, আনঅফিসিয়ালি যেটা জেনেছি, তাদের ইলেকশনের জন্য সাসপেন্ড রেখেছে। এটা যদি সত্য হয় তাহলো হয়তো ইলেকশন পর্যন্ত এটা দির্ঘায়িত হতে পারে। আমি ইতোমধ্যে হাইকমিশনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি। এটা যেন তাড়াতাড়ি সমাধান করা হয়।  বাসটি বন্ধের সুযোগ নিচ্ছে একটি দেশীয় অপারেটর। তারা সরাসরি সার্ভিসের টিকেটের দাম নিলেও সীমান্তে বাস পাল্টাতে হচ্ছে যাত্রীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়