শিরোনাম
◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড় ◈ ‘মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু খুব কাছে তোর’, চেয়ারম্যানকে পোস্টার সাঁটিয়ে মৃত্যুর হুমকি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে লিওঁ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে ম‌্যন‌চেস্টার ইউনাই‌টেড 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস বন্ধে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ

ফাতেমা ইসলাম : দুই ভাইয়ের দ্বন্ধে দু’সপ্তাহ ধরে বন্ধ ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিসের একাংশ। ভারতীয় অংশের দুই অপারেটরের একজনের টাকা বাকি থাকায় দুটি বাস চলাচল স্থগিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। বিআরটিসি বলছে শিঘ্রই এই সেবা চালু করতে চেষ্টা করছেন তারা। চ্যানেল ২৪

গত ১৯ মার্চ কলকাতা থেকে ছেড়ে আসা এই ঢাকাগামী বাসটি টেটরাপোল বন্দরেই আটকে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ, বাকি পড়েছে লিজের টাকা। আপন দুই ভাই অবনি ঘোষ ও অরুন ঘোষ আগে ভারতীয় অংশে একসাথে করলেও সম্প্রতি তারা আলাদা পারমিটে বাস পরিচালনা করছেন। অরুন ঘোষ লিজের টাকা দিতে না পারায় পশ্চিমবঙ্গ সরকার তার বাস চলাচল স্থগিত করে। ফলে দুর্ভোগে পড়েছে এই রুটের যাত্রীরা। টেলিফোনে অরুন ঘোষ স্বীকার করেছেন এই পরিস্থিতির কথা।
বাংলাদেশে আন্তর্জাতিক রুটের বাস চলাচলে দেখভালের দায়িত্বপ্রাপ্ত সরকরি সংস্থা বিআরটিসি বলছে, তারা বিষয়টি দেশীয় অপারেটরদের কাছ থেকে শুনে সংশ্লিষ্টদের জানিয়েছেন। যদিও চ্যানেল ২৪ এর হাতে আসা একটি চিঠি বলছে পশ্চিমবঙ্গ সরকার থেকে আনুষ্ঠানিক ভাবেই বিআরটিসিকে এই বাস বন্ধের কথা জানানো হয়েছিলো।

বিআরটিসি’র চেয়ারম্যান বলেন, আনঅফিসিয়ালি যেটা জেনেছি, তাদের ইলেকশনের জন্য সাসপেন্ড রেখেছে। এটা যদি সত্য হয় তাহলো হয়তো ইলেকশন পর্যন্ত এটা দির্ঘায়িত হতে পারে। আমি ইতোমধ্যে হাইকমিশনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি। এটা যেন তাড়াতাড়ি সমাধান করা হয়।  বাসটি বন্ধের সুযোগ নিচ্ছে একটি দেশীয় অপারেটর। তারা সরাসরি সার্ভিসের টিকেটের দাম নিলেও সীমান্তে বাস পাল্টাতে হচ্ছে যাত্রীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়