শিরোনাম
◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে, বললেন নজরুল ইসলাম মঞ্জু

শেখ সাইফুল ইসলাম, বাগেরহাট সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু  বলেন, দেশের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বেগম খালেদা জিয়াকে  অবিলম্বে তার পছন্দের হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। সারাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে কারাগারে বন্দি। এমন একটা পরিবেশে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এসরকার। শনিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের এ ক্রান্তিকালে বিএনপিকে সুসংগঠিত করা ছাড়া জুলুমবাজ সরকারকে বিতাড়িত করা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং বিএনপির ভাইচ-চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে ও সারাদেশে বিনা অপরাধে বন্দি নেতাকর্মীকে মুক্ত করতে হবে।

জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক  অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ মুজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম সাধার সম্পাদক খান মতিউর রহমান, জেলা যুবদলের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মো: সুজাউদ্দিন মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়কত আলী, মহিলা দলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, সদস্য শিকদার ফরিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়