স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বাদ পড়তে পারেন রিচার্ড পাইবাস। স্থানীয় কোচদের অভিজ্ঞতাকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে পাইবাসকে দায়িত্ব থেকে ইস্তফা দেয়া হতে পারে, ইঙ্গিত দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) সভাপতি রিকি স্কেরিট।
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বোর্ড সভাতেই পাইবাসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে, জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। উইন্ডিজ ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন কোচ আনার সিদ্ধান্ত নেয়া হচ্ছে জানিয়ে স্কেরিট বলেন, 'আমাদের ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। মঙ্গলবার বোর্ড সভা শেষে এই বিষয়ে ঘোষণা দেয়া হবে। আমরা আমাদের দলকে আরও শক্তিশালী করতে স্থানীয়দের (কোচ) অভিজ্ঞতার ওপর জোর দিতে চাই এবং আমরা বিশ্বাস করি যে ক্যরিবিয়ান ছাড়া অন্য কাউকে আমরা তখনই আনতে পারবো যখন আমাদের এখান থেকে তেমন কাউকে পাওয়া যাবে না।'
ক্যারিবিয়ান কোচ নিয়োগ দিলে দলের সাফল্য আরও নিশ্চিত করা সম্ভব হবে, বিশ্বাস স্কেরিটের। তবে হুট করে এই সিদ্ধান্তে আসা যে কঠিন হবে সেটিও মানছেন তিনি। বিদেশি কোচদের প্রতি যথাযথ সম্মান রেখে তিনি বলেছেন,
'এটি বেশ ঝামেলার একটি ইস্যু। আমাদের নিশ্চিত করতে হবে যে দল ভালো করছে এবং সম্ভাব্য সকল কিছু দিয়ে চেষ্টা করতে হবে। তবে একই সাথে আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা ক্যারিবিয়ান কারো কাছ থেকে সহায়তা পায়।
'আমরা এই ব্যাপারে একটি পরিষ্কার পন্থা অনুসরণ করছি। আমরা কোনো বিদেশি কোচকে অসম্মান করছি না। আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে স্থানীয়দের অভিজ্ঞতা এবং আমাদের পরিকল্পনাতেও এটি আছে। আমরা এই ব্যাপারে বেশ সিরিয়াস।'
উল্লেখ্য গত জানুয়ারিতে উইন্ডিজদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব লাভ করেন রিচার্ড পাইবাস। স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর পরই তাঁর ওপর ভরসা রেখেছিলো উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে উইন্ডিজ হাই পারফর্মেন্স দলের পরিচালক ছিলেন পাইবাস। ক্রিকফ্রেঞ্জি
আপনার মতামত লিখুন :