আব্দুর রাজ্জাক : ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্তে ৩৪৬ জন নিহত হওয়ায় মার্কিন বিমান কোম্পানি বোয়িং এ পদক্ষেপ নিলো। দুই দফা দুর্ঘটনার পর নামিয়ে রাখা ৭৩৭ মাক্স বিমান বহরের সংকট এড়াতেই উৎপাদন হ্রাস করা হচ্ছে বলে কোম্পানিটির প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গ শুক্রবার জানান। গার্ডিয়ান
মুইলেনবার্গ বলেন, বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্সের বহর স্থগিতের পর মধ্যএপ্রিল থেকে বোয়িং আবারো উৎপাদনে যাচ্ছে। এর মাসিক সংখ্যা ৫২ থেকে ৪২টিতে হ্রাস করা হচ্ছে। এতে কোম্পানিটির কোনো কর্মী ছাটাই হওয়ার আশংকা নেই তবে অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, কোম্পানি ৭৩৭ ম্যাক্সসহ অন্যান্য মডেলগুলো কীভাবে প্রস্তুত করা হচ্ছে বা কীভাবে উন্নত হচ্ছে তা পর্যবেক্ষণ করতে একটি কমিটি গঠন করবে। এবং ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা মোকাবেলায় বোয়িং নিয়মিতই বিমানগুলোর সফ্টওয়্যার আপডেট করবে।
উৎপাদকরা ৭৩৭ ম্যাক্স প্রস্তুতে কার্যক্রম আর স্থগিত রাখতে চাচ্ছে না এবং আবারো তাদের সেবা জোরদার করার কথা ভাবছে। এমনকি আগামী জুন থেকে বোয়িং উৎপাদন আরো বাড়িয়ে মাসে ৫৭টি মডেল প্রস্তুত করবে বলে মুইলেনবার্গ জানান।