শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত ফর্মে থেকেও নিজেকে জাতীয় দলে দেখছেন না জহুরুল

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলের চলতি মৌসুমটা স্বপ্নের মতোই কাটাচ্ছেন জহুরুল ইসলাম। নিজের দল আবাহনীকে বারবারই পথ দেখাচ্ছেন জহুরুল। সেই সঙ্গে আবাহনীর ব্যাটিংকে টানছেন প্রায় একা। তবে দারুণ ছন্দে থাকা ওপেনার জহুরুল ইসলাম মনে করেন, এই মুহূর্তে জাতীয় দলের টপ অর্ডারে তার জায়গা নেই।

তাই বিশ্বকাপ দলে থাকার দাবি তুলছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে যতদিন ক্রিকেট খেলবেন ততদিন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন বাংলাদেশের হয়ে ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা জহুরুল। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বলেও তিনি আশাবাদী।

গতকালও ডিপিএলে মিরপুরে দলের চরম বিপদে হাল ধরলেন জহুরুল ইসলাম। জহুরুলের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটিংয়ে হারের চোখ রাঙানি থেকে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তাতেই মিরপুরে প্রাইম দোলেশ্বরকে চার উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আকাশী-নীলরা।

মিরপুরে বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১২৭ বলে অপরাজিত ৯১ রানের দারুণ এক ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন জহুরুল। নয় ম্যাচে আবাহনীর আট জয়ের চারটিরই নায়ক তিনি। চোটের কারণে একটি ম্যাচ খেলতে পারেননি। আট ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮৭ গড়ে সর্বোচ্চ ৫২২ রান করেছেন ৩২ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন জহুরুল ইসলাম। ২০১৩ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। তবে দলে ফেরার আশা ছাড়ছেন না। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বলেও তিনি আশাবাদী।

‘জাতীয় দলে খেলার স্বপ্ন যতদিন ক্রিকেট খেলব ততদিনই দেখব। আমার জায়গায়, অর্থাৎ টপ অর্ডারে যারা বাংলাদেশের হয়ে খেলছে, আমার মনে হয় ওরাই এই মুহূর্তে দেশের সেরা খেলোয়াড়। কারণ, স্কিলের দিক থেকে ওরা অনেক ভালো। ওরা ভালো করছে। আশা করব ওরা জায়গা মতো পারফর্ম করবে এবং বাংলাদেশকে ম্যাচ জেতাবে।’

ক্যারিয়ারের সেরা সময়টা কি এখনই পার করছেন জহুরুল? তিনি নিজে অবশ্য তা বলতে পারছেন না, ‘এটা সেরা সময়, তা বলা যাবে না। অনেক দিন ক্রিকেট খেলছি, আমার ওপর ক্লাবেরও একটা আশা আছে। অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটাররাই আসলে ম্যাচ উইনার হয়। স্বাভাবিকভাবেই মনে হয়, যদি ফর্মে থাকি তাহলে আমাকেই রান করতে হবে। একটা টুর্নামেন্টে সবাই রান করে না, যারা রানে থাকে তাদেরই দায়িত্ব নিতে হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়