শিরোনাম
◈ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুভসূচনা বাংলাদেশের ◈ ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে মোহামেডানের প্রিমিয়ার লিগ শুরু ◈ টি-টোয়েন্টিতে রেকর্ড, এক দলের ১১ জনই বোলিং করলেন  ◈ শনিবার দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের বিরুদ্ধে যে পরিকল্পনায় সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ ◈ ট্রাকের ধাক্কাকে হত্যাচেষ্টা বলার কারণ জানালেন সারজিস ◈ আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: পুলিশের উদ্ধার করা ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ◈ সিসিটিভি ফুটেজ দেখে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেফতার ◈ হাসিনা পলাইছে… এই কথাটা চালু করা চাই : মির্জা ফখরুল  (ভিডিও) ◈ কলকাতায় ডেপুটি হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ, বাংলাদেশের কড়া প্রতিবাদ ◈ ঘাতক সরকারের পতনের পর ইসকন- এর  অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশে দেখা যাচ্ছে : রিজভী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমার্কেট এলাকার ৩টি ভবন ঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস

সুজন কৈরী : এবার নিউমার্কেট এলাকার তিনটি ভবন পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি মার্কেট রয়েছে। জনগণকে সতর্ক করতে মার্কেটগুলোর সামনে ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার ও বৃহস্পতিবার নিউমার্কেট এলাকার সুকর্ণ টাওয়ার নামক আবাসিক ভবন ও গোল্ডেন প্লাজা এবং নূর ম্যানশন নামক দুটি মার্কেট পরিদর্শন করে অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি দেখতে পায় পলাশী ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া ভবনের ভেতরে চলাচলের রাস্তা ও সিড়িও মালামাল রেখে সংকীর্ণ করে ফেলা হয়েছে। যা জরুরি মুহুর্তে বের হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বিদ্যুতের তার এলামেলো ভাবে ওয়ারিং করা হয়েছে। যা অগ্নি নিরাপত্তার দিকে থেকে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ। বিষয়গুলো নিয়ে ভবন ও মার্কেট পরিচালনা কমিটির সঙ্গে কথা বলার পর সামনে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে দেয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভবনের সামনে টাঙানো ব্যানারে উল্লেখ করা হয়ছে

‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’। আর মর্কেটের সামনে টাঙানো ব্যানাওে উল্লেখ করা হয়েছে‘ অগ্নিনিরাপত্তার দিক থেকে মর্কেট খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো’।

পলাশী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার নূর ম্যানশন মার্কেটটি পরিদর্শন করা হয়। কিন্তু ঝুঁকি থাকায় মার্কেটের সামনে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে দেয়া হয়। কিন্তু মার্কেট পরিচালনা কমিটি তা খুলে ফেলে। পরে শুক্রবার আবারো পরিদর্শন করে কমিটির লোকজনের সঙ্গে কথা বলে আবারো ব্যানার টাঙানো হয়। এছাড়া বৃহস্পতিবার গোল্ডেন প্লাজা ও আবাসিক ভবন সুকর্ণ টাওয়ার পরিদর্শন করা হয়। এ সময় অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভবনগুলোর সামনে ব্যানার টাঙানো হয়েছে।

তিনি বলেন, বাণিজ্যিক ওই ভবনে আগুন লাগলে জরুরি বহির্গমনের জন্য কোনো সিঁড়ি, ফায়ার এলার্ম, বিদ্যুৎ চলে গেলে জরুরি লাইটিংয়ের ব্যবস্থা, রাইজার পয়েন্ট, বেজমেন্টে পানির রিজার্ভ ট্যাঙ্ক, পাম্প, হাইড্রেন্ট পয়েন্ট, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার ও হোস পাইপ নেই। এছাড়া বিদ্যুতের তারগুলো এলোমলোভাবে ওয়ারিং করা হয়েছে। এতে অধিক মাত্রায় অগ্নি নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ কারণে তিনটি ভবনের সামনেই জনগণকে সতর্ক করে ব্যানার টাঙানো হয়েছে।

তিনি আরো বলেন, মার্কেট কর্তৃপক্ষকে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রেখে ফায়ার সার্ভিসকে জানাতে বলা হয়েছে। যদি মালিক পক্ষ অগ্নিনিরাপত্তার ব্যবস্থা করে জানায়, তাহলে পুনরায় পরিদর্শন করে সন্তুষ্টজনক মনে হওয়ার পর ব্যানার খুলে দেয়া হবে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, সংস্থাটির পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনো ঝুঁকি নিরসনের উদ্যোগ না নেয়া সকল মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প প্রতিষ্ঠানসহ সকল স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়