শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবদীর খড়িয়ায় ৪ সন্তানের জননী’র আত্মহত্যা

খন্দকার শাহিন : নরসিংদীর মাধবদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে ৪ সন্তানের জননী সুমী (২৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমী কাঠাঁলিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল(৩৫) একই এলাকার মৃত: আমিন উদ্দিন এর ছেলে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষ পান করে সুমী। এতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। সুমীর স্বজনরা তার স্বামীর বিচার দাবী করেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানায়, রবিউল ইসলামের সংসারে একটি ছেলে ও তিনটি কন্যা সন্তার রয়েছে, তিনি প্রায় সময় তার স্ত্রী সুমীকে মারধর করতেন। গতরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানায় তারা।

নিহতের ভাই সেলিম জানান, সুমী বিষ পান করেছে, পরে তার শ্বশুর বাড়ীর লোকেরা ঢাকা মেডিকেলে নেয়ার পথেই সে মারা যায়। পরে শুক্রবার দুপুরে ঢামেক থেকে পুলিশ মামলা ও ময়না তদন্ত শেষে সুমীর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়।

তবে স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই মুঠোফোনে জানান, কি কারনে সুমী মারা গেছে, তা সঠিক বলেতে পারছেন না তিনি। এ বিষয়ে নিউজ না করার জন্যও তিনি বলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, কাঠালিয়া ইউনিয়নে সুমী নামে গৃহবধূ আত্মহত্যা করেছে, এমন কোন অভিযোগ থানায় আসে নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়