শিরোনাম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের শেষ নাটক মোকাব্বিরের শপথ, বললেন বিএনপি নেতা রিপন

কেএম নাহিদ: বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, গণ ফোরামের এমপি মোকাব্বির খান সংসদে শপথের আগ্রহ দেখিয়ে স্পিকারের কাছে চিঠি লিখেছেন যে প্যাডে, সেটা নাকি না বলে নিয়েছেন। এমনটা বললেন তাদের দলের সিনিয়র নেতারা। আমি বুজতে পারছিনা, এই না বলে প্যাড নেয়াকে সবাই কী বলবে। যারা লুকোচুরির পথ বেছে নেয় সেই এমপি আর সংসদের তার অবস্থা কী হবে তা ভাবার জন্য দেশের মানুষের কাছে ছেড়ে দিলাম। মঙ্গলবার সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কতোটা নির্লজ্জ হতে পারে মোকাব্বিরের শপথ থেকে তা বুঝতে পারি। যে একটা তামাশার নির্বাচন আওয়ামী লীগ করলো রাতের বেলা। বিশে^র কোন দেশ বা নির্বাচন পর্যবেক্ষক সংগঠন সেই নির্বাচনকে বৈধতা দেয় নাই। সেই সরকারকে বৈধতা দিতেই একটার পর একটা অপকর্ম করছে।

তিনি বলেন, সরকারের গ্রহণযোগ্যতা, সংসদস্যদের গ্রহণযোগ্যতা দিতে কেনো অপকর্ম নেই যে তারা না করেছে। সর্ব শেষ এই মোকাবিবর খানের সংসদে যোগ দেয়া, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ র্নিলজ্জের শেষ পর্যায় পৌঁছে গেলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়