রুহুল আমিন : আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল বলেছেন, আওয়ামী লীগ গ্রামকে শহর করেছে। শহরেরে কোনো ব্যাক্তি গ্রামে গেলে এখন আগের মতো সে গ্রাম দেখতে পায় না। দেখে অবাক হয়ে যায় গ্রামে কীভাবে এত উন্নয়ন হলো।
মঙ্গলবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। সব রাষ্ট্র চায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। কারণ তারা জানে এ সরকার চলে গেলে দেশে জঙ্গী, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে।
তিনি বলেন, বেশিরভাগ গ্রাম শহরের মতো হয়ে গেছে। বাকি কিছু গ্রাম খুব শিগরিই শহরের মতো হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। কিন্তু আমরা কোনো সময় ক্ষমতাকে অপব্যবহার করি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সেবা করছেন। সেই মনোবাসনা নিয়ে সরকার এ দেশের উন্নয়ন করছে।
আওয়ামী লীগ চায় দেশের মানুষ শান্তিতে থাকুক। আর উন্নয়ন হোক। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এ দেশের উন্নয়ন দেখে অন্য দেশের লোকেরা হিংসা করে। যারা ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে তারাই শুধু বলে দেশে উন্নয়ন হয় না।