ডেস্ক রিপোর্ট : ডাকসু ভিপি নুরুল হক নুরসহ মেয়ে শিক্ষার্থীদের ওপর ডিম নিক্ষেপসহ হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী।
আন্দোলন স্থগিত করে হলে ফিরে যেতে বলেন প্রক্টর গোলাম রাব্বানী। এ বিষয়ে আজ (বুধবার) বৈঠকে বসবেন বলে কথা দেন তিনি। সেখানেই সব কথা শোনা হবে বলে জানান প্রক্টর।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের কথা শুনতে এসেছি, তোমরা লিখিত অভিযোগ দাও। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ৪৩ হাজার ছাত্রছাত্রীর নির্বাচিত ভিপির ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। ছাত্রদের গায়ে হাত তোলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, ছাত্রীদের ওপর অশ্লীল বাক্য ব্যবহার করা হয়েছে এর চেয়ে বড় প্রমাণ আর কী চান?
এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা বিচার না নিয়ে ঘরে ফিরব না।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভিসির বাস ভবনে অবস্থান নিলেও তিনি আসেননি কেন এমন বক্তব্যও দেন কেউ কেউ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের এসব অভিযোগ শুনে প্রক্টর বলেন, ভিসি স্যারের প্রতিনিধি হয়ে আমি এসেছি। তোমরা আন্দোলন স্থগিত করো। কাল আমরা বৈঠকে বসে সব কথা শুনব।
তবে প্রক্টরের এমন নির্দেশ শিক্ষার্থীরা মানতে রাজি হয়নি এখনও। তারা নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দেন।
তারা বলেন, ভিসি স্যার না এখানে এসে সমাধান না দিলে আমরা হলে ফিরব না। এর আগেও এমন আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দেয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কোনো বিচার পাইনি আমরা।
এর আগে গতকাল সন্ধ্যায় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নূরুল হক নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় রাত সাড়ে ৮টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এদিন এক ছাত্রকে পিটিয়ে আহত করার বিচার দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ শিক্ষার্থীদের ওপর ডিম ছুঁড়ে মারা হয়।
এসএম হল গেটের সামনে শামসুন নাহার হলের নির্বাচিত ভিপি তাসনিম আফরোজ ইমিসহ আরও কয়েকজন মেয়ে শিক্ষার্থীর ওপর ডিম ছোঁড়া হয় ও অশ্লীল বাক্য উচ্চারণ করা হয়। ভিপি নূরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগের কর্মীরা এই কাজ করেছে।
এছাড়া এসএম হলের ছাত্রলীগের শিক্ষার্থীরা ডিম ছুঁড়েছে ও মেয়েদের প্রতি আপত্তিকর মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তোভোগী শামসুন নাহার হলের নির্বাচিত ভিপি তাসনিম আফরোজ ইমি।
এসব অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারসহ আর চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দিয়ে ভিপি নূর।
তিনি বলেছেন, ‘দাবি আদায় করেই এখান থেকে উঠব। যদি দাবি আদায় করতে পারি তাহলেই শিক্ষার্থীদের মাঝে ফিরে যাব। আর দাবি আদায় করতে না পারলে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।’
অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রক্টর গোলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী
সূত্র : যুগান্তর
আপনার মতামত লিখুন :