শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানের নতুন গানের মডেল মিম মানতাসা

রুহুল আমিন : তানজিন তিশা, সাফা কবির, পিয়া বিপাশা থেকে শুরু কলকাতার কৌশনী, মৌমিতা, দর্শনা’র মতো তারকারা ইমরানের গানের মডেল হয়েছেন। সবগুলো কাজই সফল হয়েছে। এবার জনপ্রিয় এই গায়কের গানের মডেল হিসেবে যোগ হলো আরও এক নতুন মুখ। তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ তারকা মিম মানতাসা। চ্যানেল আই।

ইমরানের যে গানে মানতাসা মডেল হয়েছেন তার শিরোনাম ‘সব কথার এক কথা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দুদিন আগে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।

ইমরান বলেন, মানতাসার কাজ দেখেছি। এ গানের ভিডিওর সঙ্গে তাকেই বেশি মানাবে মনে হয়েছে বলে নিয়েছি। সে ভালো করেছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন। তিনি বলেন, প্রতিটি গান ও ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। এবারও দর্শকদের পছন্দের ভিত্তিতে গানটি করা হয়েছে। আশা করি দর্শকরা গানটি দেখে ও শুনে আনন্দ পাবেন। শিল্পী ইমরান আরো জানান, আগামী ৭ এপ্রিল রসগোল্লা ইউটিউব চ্যানেলে ‘সব কথার এক কথা’ গানটি ভিডিও প্রকাশ পাবে।

এর আগে কুমার বিশ্বজিৎ এর গানের মডেল হয়েছিলেন মিম মানতাসা। প্রথমবার কাজ করলেন ইমরানের সঙ্গে। বললেন, ইমরানের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়