শিরোনাম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ মিনিটেই সম্ভব হবে মরদেহের পরিচয় সনাক্ত

সাজিয়া আক্তার : এখন মাত্র ১০ মিনিটেই সনাক্ত করা সম্ভব যেকোন মরদেহের পরিচয় । একইভাবে নাম-ধাম লুকাতে যাওয়া ব্যক্তির পরিচয় উদঘাটনও। পুলিশ ব্যুরো অব ইনভেজনিগেশন-পিবিআই এবং র‍্যাব, জাতীয় পরিচয় পত্রের সার্ভার ব্যবহার করে এই কাজ শুরু করেছে সম্প্রতি। এসব নিয়েই এখন উচ্চতর প্রশিক্ষণ চলছে কর্মকর্তাদের। ইন্ডিপেন্ডেন্ট টিভি

দুর্ঘটনায় মৃত্যু কিংবা হত্যার পর এক জায়গা থেকে অন্যত্র ফেলে যাওয়া মরদেহের পরিচয় বের করতে পুলিশকে অনেক ঝামেলায় পড়তে হয়। উপযুক্ত পরিচয় সনাক্তের অভাবে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে কিংবা বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় অনেক মরদেহ। ফলে বহু হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পরে।

এক হিসাবে দেখা গেছে, শুধু ঢাকাতেই বেওয়ারিশ লাশের সংখ্যা বছরে এগারশরও বেশি। আর ২০১৪ থেকে ২০১৮-এই পাঁচ বছরে সাড়ে ৬ হাজার বেওয়ারিশ মরদেহ দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম।

এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, মরদেহ সনাক্তের সঠিক পদ্ধতি বের করা গেলে কমে আসবে বেওয়ারিশ লাশের সংখ্যাও।

আর পিবিআই বলছে, মরদেহ সনাক্তের কিছু কৌশল আছে তাদের। এই কৌশলে শতভাগ সাফল্যও পাওয়া যাচ্ছে।

পিবিআই প্রধান বলছেন, দেশের ৪০ টি জেলায় তাদের ইউনিটে প্রশিক্ষিত কর্মকর্তা রয়েছেন, যারা যেকোনো স্থানে নাম-ঠিকানা বিহীন মরদেহের পরিচয় ১০ মিনিটেই সনাক্তে সক্ষম।

শুধু মৃত ব্যক্তি নয় দাগি আসামি আর মামলার সাক্ষীসহ আইন অমান্য করে নাম-পরিচয় লুকানোদের সনাক্তেও একই কৌশল কাজে লাগানো হচ্ছে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়