শিরোনাম
◈ বিসিবির কোচ হওয়ার অপেক্ষায় থাকি, কর্তৃপক্ষ আমাদের ডাকে না: রফিক ◈ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা ◈ ছিনিয়ে নেওয়া সেই শিশুটি যেভাবে উদ্ধার হল মোহাম্মদপুর থেকে ◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনরোসের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দায়ী থাকবেন

শহিদুল ইসলাম : চট্টগ্রাম নগরীর হালিশহরে পোর্ট কানেকটিং সড়কে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সংস্কারের কাজ করছে চসিক। হালিশহরের বরফকল এলাকায় ড্রেনসহ সড়ক সোজা করতে গিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ৫০ ফুট জায়গা জনস্বার্থে গৃহায়ণ কর্তৃপক্ষের ভূমিতে সিটি কর্পোরেশনের সড়ক প্রশস্তকরণ নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে অশ্লীল ও অশোভন আচরণের প্রতিবাদে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগরীর জামালখানস্থ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়ার সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রামের সভাপতি ও সাবেক আইইবি চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন, সহ সভাপতি ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল্লাহ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী আবু ছালেহ, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, প্রকৌশলী আবু তৈয়ব, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সভায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী বিধানে একজন সহকারী প্রকৌশলী একজন জনপ্রতিনিধির সঙ্গে বিনা অনুমতিতে তার সরকারি দপ্তরে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করার এখতিয়ার নেই।

তিনি চাকুরীবিধিমালা লঙ্ঘন করে জনপ্রতিনিধি মেয়রের সঙ্গে অশোভণ আচরণ করে বাংলাদেশের সরকারি কর্মচারীদের উপর কালিমা লেপন করেছেন। যা কাম্য ছিল না। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীকে আইনের বিধানের আওতায় এনে শাস্তি প্রদান করা না হলে জনরোসের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

তারা আশা করেন সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে অবিলম্বে প্রত্যাহার এবং মাননীয় মেয়রের নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়