রাশিদ রিয়াজ : অনলাইন প্রতারণার শিকার হলেন ভারতের মুম্বাইয়ের ৬৫ বছরের এক বৃদ্ধ। অনলাইনে তার কাছে আছে আসা লিংক থেকে এগোতে-এগোতে তিনি মহিলাসঙ্গ পাওয়ার নেশায় এমন বুঁদ হয়ে যান, যে ৪৬ লাখ রুপিও খোয়াতে হল তাকে।
ঘটনা ২০১৮ সালের মে মাসের। ‘আপনি নারীসঙ্গ চান?’ বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ডেটিং সাইটে রেজিস্ট্রেশন করেন ওই বৃদ্ধ। এরপরই মীরা নামে এক নারী ওই বৃদ্ধকে ফোন করে প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য টাকা জমা দিতে বলেন। ওই টাকা জমা দেওয়ার পর তিন জন নারীর ছবি দেখিয়ে তাকে বলা হয়, এদের সঙ্গে ডেট করতে পারবেন তিনি। ওই ব্যক্তি যখন একজন নারীকে বেছে নেন। বলা হয়, ওই মহিলার সঙ্গে আগামী এক বছরের জন্য তিনি ব্যক্তিগত আলাপচারিতা, ভিডিয়ো কলিং ও ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারবেন। তবে এ জন্য তাকে ১০ লাখ টাকা জমা দিতে হবে। ‘লোভে’ পড়ে সেই টাকাটাও দিয়ে দেন তিনি।
কিন্তু ১০ লাখ টাকা দিয়েও ছবি দেখে পছন্দ হওয়া ওই মহিলার সঙ্গ পাননি মুম্বাইয়ের ওই ব্যক্তি। বরং পুলিশ ভেরিকেশন, বিমা এসব নানা অছিলায় তার কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। মোট ৪৬ লাখ রুপি প্রতারণা হয় তার সঙ্গে। আর তাও মাত্র তিনদিনের মধ্যে।
লজ্জায় অনেকদিন বিষয়টি চেপে রাখলেও পরে বাধ্য হয়ে পুলিশকে জানান তিনি। কুরার পুলিশ স্টেশনে সম্প্রতি একটি এফআইআর দায়ের করেন তিনি। ওই প্রতারকদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া
আপনার মতামত লিখুন :