শিরোনাম
◈ রিজার্ভ কমে ফের ১৯ বিলিয়ন ডলার ◈ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ নতুন রাজনৈতিক দলের ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভ্যাট বাড়ানোয় ৫ টাকার বিস্কুট ৭ টাকা, ২৫ টাকার জুস ৩৩ টাকা হবে ◈ বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি? ◈ বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি (ভিডিও) ◈ আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ভারতীয় নারীদের ৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ◈ যারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ◈ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক

আবু সুফিয়ান রতন : ইউটিউবে তথ্য ও বিনোদন ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে মাত্র ১০ মাসে ১ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, কন্ঠশিল্পী, উপস্থাপক তানভীর তারেক। নিজের নামেই একটি চ্যানেল খুলে প্রতিদিন বিভিন্ন ঢঙের অনুষ্ঠান পোস্ট করে নিজের ভাবনা, তথ্য বিনোদন দিয়ে সমৃদ্ধ করেছেন তার দর্শকদের।

তানভীর তারেক বলেন, ‘একাধিক টিভি চ্যানেল ও এফএম রেডীওতে গত প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠান করার অভিজ্ঞতায় গত ২/৩ বছর ধরেই টিভি স্টেশনে দর্শকদের যে বিমুখতা দেখেছি, সেই থেকেই পরিকল্পনা নিয়েছি যে দর্শকদের পছন্দের প্লাটফর্মগুলোতেই কাজ শুরু করতে হবে। এরপর সিঙ্গাপুর গুগলের একটি আমন্ত্রনে সেখানে ২ দিনের ওয়ার্কশপ করার সুযোগ পাই। সেখান থেকেই মূলত ডিজিটাল বিশ্বের এই ভিডিও কন্টেন্ট নির্মানের প্রতি আগ্রহ জন্মে। আর নিজের কাজের একটা আর্কাইভও তৈরি হয়ে যায় এতে। আমার চ্যানেলের ‘হকার লাইভ’ র‌্যান্ডম টক, টপ কমেন্টস সহ বেশ কিছু ধারাবাহিক অনুষ্ঠান দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এর বাইরে শিল্পীদের বায়োগ্রাফী নিয়ে নতুন ভাবে আরো কিছু কাজ করছি যা খুব শিগগিরই আমার চ্যানেলে পোস্ট হবে।’

উল্লেখ্য, ইউটিউবার হিসেবে কাজের পাশাপাশি নিজের কম্পোজিশনে একাধিক গানের ভিডিও তৈরী হচ্ছে। এছাড়া দুটি চলচ্চিত্রের গানের কম্পোজিশন করছেন তিনি। এবছর সেরা সঙ্গীত পরিচালক হিসেবে নিউইয়র্কেও ঢালিউড অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছেন। এছাড়া নিউইয়র্ক, মিশিগান, ওহিও ও ফ্লোরিডায় গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এছাড়া জার্মানী, সুইডেন ও ইতালিতে পারফর্ম করতে যাবেন এই বৈশাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়