মোহাম্মদ মাসুদ : ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রি. জে. (অব) আবু নাঈম মো. শহিদুল্লাহ বলেছেন, গুলশান-১ ডিএনসিসি মার্কেটে অগ্নিকান্ডে স্বস্তির খরব হলো কেউ মারা যায়নি। হয়তো গায়ে আগুন লাগেনি কিন্তু অর্থনৈতিভাবে মরেই গেছে। অনেকে নিঃস্ব হয়ে গেছে।
শনিবার নিউজ-২৪ ‘জনতন্ত্র গণতন্ত্র’ অনুষ্ঠানে তিনি বলেন, মর্মান্তিক ঘটনাতে প্রথমে আমরা যেটা দেখলাম, এখানে কাঁচাবাজার হওয়ার কথা ছিলো না। মেয়র বলেছিলেন, এখানে বিল্ডিং করা হবে এবং যারা ব্যবসায়ী তাদেরকে ১টি করে দোকান দেয়া হবে। এ পরিকল্পনার সময় গোলযোগ ছিলো। ব্যবসায়ীরা দোকান ছাড়তে চায়নি।
তিনি বলেন, এখানে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই দ্রুত ছড়িয়ে পড়লো এবং তার বড় কারণ হচ্ছে টিনের ছাদ দিয়ে মার্কেট নির্মাণ করা। পুরো বাজারে তাপ প্রতিরোধের জন্য টিনের নিচে ত্রিপাল দেয়া হলো। ত্রিপালের কারণেই অল্প সময়ের মধ্যে আগুন সকল দোকানপাটে ছড়িয়ে পড়লো। ওখানে চাল, ডাল থেকে শুরু করে উচ্চ দাহ্য পদার্থ ছিলো।
আপনার মতামত লিখুন :