স্বপ্না চক্রবর্তী: রোববার (৩১ মার্চ) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এন আই) এর যৌথ প্রকল্প ' নিউট্রিশন অব ওয়ার্কিং উইমেন (এনডব্লিউডব্লিউ)' এর উদ্বোধন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন। এছাড়াও ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রিফেন্তে।
এসময় বিকেএমইএ জানায়, বিকেএমইএ এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে। এর আওতায় নীট খাতে কর্মরত ১লাখ ৮০ হাজার মহিলা শ্রমিকের মধ্যে আয়রন ফলিক অ্যাসিড সরবরাহ করা হবে। এর সাথে আরো ৬০ হাজার পুরুষ শ্রমিকসহ মোট ২ লাখ ৪০ হাজার শ্রমিককে পুষ্টি চাহিদা পূরণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭ মাসে ৩০০টির বেশি নীট কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান বিকেএমইএ নেতারা।
আপনার মতামত লিখুন :