শিরোনাম
◈ আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা ◈ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায়, এর সুবিধা-অসুবিধা কী? ◈ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন ◈ বিশ্বকাপ বাছাই, ৭ রানে অলআউট আইভরি কোস্ট, জিতলো নাইজেরিয়া ◈ ফলো অন এড়ালেও ৯ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশের ◈ পাকিস্তানের সম্মতি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে, পিসিবি পাবে ক্ষতিপূরণ ◈ যখন বিদেশি ক্রিকেটাররা আমার প্রশংসা করে তখন খুবই ভালো লাগে: মারুফা আক্তার ◈ জাবি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক ◈ আমিরাতে ইসরাইলি নাগরিক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার ◈ খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কী আছে তাতে?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইওয়াশ এড়াতে বিকালে মাঠে নামছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চার ম্যাচই হেরেছে স্বাগতিক পাকিস্তান। হোয়াউটওয়াশ এড়াতে শেষ ম্যাচে আজ রবিবার বিকালে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।

২০১৮ সালে মোট ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে পাকিস্তান। এর মধ্যে তারা ৮টিতে জয় পায়, ৯টিতে হারে ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ৮টি জয়ের মধ্যে তারা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি, হংকংয়ের বিপক্ষে ১টি, আফগানিস্তানের বিপক্ষে ১টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি ম্যাচে জয় পায়।

আর ২০১৯ সালে পাকিস্তান এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা ২টি ম্যাচে জয় পেয়েছে। এই জয় দুইটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অন্যদিকে, ২০০৮ সালে অস্ট্রেলিয়া সর্বশেষ ঘরের বাইরে কোনো সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল। প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। রবিবার জিততে পারলে অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় বারের মতো ৫ ম্যাচের সিরিজের ৫-০ ব্যবধানে জয়ের রেকর্ড গড়বে তারা। ২০০৮ সালের আগে তারা ২০০৫ সালে সর্বপ্রথম ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। ঘরের বাইরে সেবার তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই যে অস্ট্রেলিয়া মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘আমাদের জন্য এ এক দারুণ সম্ভাবনা। এই অনুপ্রেরণাই তো দরকার, বিদেশের মাটিতে সিরিজের সবগুলো ম্যাচ জেতা। বিশেষ করে সর্বশেষ ১২ মাস যখন আমাদের ভালো যায়নি। ফলে ৫-০তে জিততে পারলে এই দলের জন্য তা হবে দারুণ কিছু।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়