শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে চরমপন্থি দলের সদস্য গ্রেফতার

আরিফুর রহমান, মাদারীপুর : মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের ঘর পোড়ানো মামলায় চরমপন্থি দলের সদস্য ও হত্যাসহ একাধিক মামলার আসামী টিপু আলী মাতুব্বরকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের জাজিরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু একই এলাকার আমির মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজ আকনের বসতঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এরপরে পাশের কয়েকটি ঘরে লুটপাট শেষে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মোট ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই এজাজের বড় ভাইয়ের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার এসআই শ্যামল ঘোষ জানান, শুধু ঘর পোড়ানো মামলা নয় গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া টিপু চরমপন্থি দলের সক্রিয় সদস্য বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়