মোহাম্মদ মাসুদ : সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে শিক্ষার বিস্ফোরণ হচ্ছে। অন্যদিকে দক্ষতার অধপতন ঘটছে। চাকুরি বাজারের জন্য যে দক্ষতা দরকার সে দক্ষতা অনুযায়ী শিক্ষার বড় ঘাটতি রয়েছে। কিন্তু সেদিকে কোনো নজর দেয়া হচ্ছে না।
শুক্রবার আরটিভির টকশোতে তিনি বলেন, প্রচুর পরিমাণে শিক্ষিত গড়ে ওঠার ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করে। এটা ইতিবাচক তখনই হবে যখন মানসম্পন্ন শিক্ষিত তৈরি করা যাবে।
মোয়াজ্জেম বলেন, আমরা যখন চাকরির জন্য সাক্ষাতকার নেই, সেখানে দেখা যায় প্রচুর পরিমাণে দরখাস্ত জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ১ শতাংশ পাওয়া যায় না যাদের কল করা যায়। তাদের ভেতরে লিখিত পরীক্ষার পর ভাইবার জন্য যখন ডাকা হয় সেখানে অধিকাংশ ঝড়ে পড়ে।
তিনি বলেন, ঝরে পড়ার বড় কারণ হচ্ছে দেশে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেটি কর্মক্ষেত্রের মানদন্ডের শিক্ষায় শিক্ষিত নয়। অর্থাৎ এরা শিক্ষিত কিন্তু দক্ষ নয়।
আপনার মতামত লিখুন :