শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান ◈ দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবনের নিরাপত্তায় প্রতিশ্রুত পৃথক সংস্থা গঠনে সরকার ব্যর্থ, বললেন স্থপতি ইকবাল হাবিব

ফাতেমা ইসলাম : স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, আমাদের দেশের মানুষের মূল্য আমাদের কাছে ততোটা নয়। বিদেশের অনেক দেশের মানুষের তুলনায় এক হাজার ভাগেরও এক ভাগ মূল্য আমাদের মানুষ গুলোকে দিতে চাই না।
শুক্রবার নাগরিক টিভির ‘বলা না বলা’ অনুষ্ঠানে তিনি বলেন, সমবেদনা জানিয়ে আমরা আমাদের দায়িত্ব না এড়িয়ে প্রতিকারের জন্য কিছু করা উচিত।

রাজধানীর ভবনগুলো লাগো লাগো ভাবে নির্মিত হওয়ায় ঝুঁকি অনেক বেড়ে গেছে। তবে মনে রাখতে হবে বহুতল ভবনের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকা দরকার। বসবাস কারীদের সহজে অগ্নিনির্বাপন সিঁড়িতে যাওয়ার রাস্তা এবং সিঁড়ি বেয়ে নিচে নামার রাস্তায় কোন বিঘ্ন সৃষ্টি করা যাবেনা। একই সাথে পানির রিজার্ভার থাকতে হবে।

ইকবাল বলেন, এই পুরো কার্যক্রমের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু অনুমোদন অনুযায়ী ভবনটি তৈরি হলো কিনা সেটা দেখার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতো বছর পর্যন্ত করেনি।

তিনি বলেন, এটা দেখভাল করার জন্য একটা কর্তৃপক্ষ গঠন করার কথা ছিল। বাংলাদেশ বিল্ডিং কোড ফলো করা হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা দেখার জন্য কর্তৃপক্ষ গঠনে সরকার ব্যর্থ হয়েছে। সেটা রাজউকের ওপর চাপিয়ে দিয়েছে। ফলে ওর অরিজিনাল যে দায়িত্ব সেটাই তারা করতে পারছেনা। তার ওপর আবার বিল্ডিং কোডের দায়িত্ব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়