নুর নাহার : সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। আমেরিকাতেও প্রায় সময় অগ্নিকাণ্ডের সংবাদ শোনা যায়। কিন্তু তাদের যে ব্যবস্থাপনা এবং ফায়ার নিরাপত্তার নির্দেশনা সব অক্ষরে অক্ষরে পালন হয়। তার পরও এমন ঘটনা ঘটে। আমাদের দেশে ফায়ার কোড না থাকলেও ফায়ার প্রটেকশন ম্যানু রয়েছে। যমুনা টিভি
তিনি বলেন, একটি বিল্ডিং তৈরি করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও পরিবেশবাদী সংস্থার অনুমোদন নিতে হয়। বিল্ডিং তৈরির নকশা করার সময় ফায়ার নিরাপত্তার একটি ব্যবস্থা রাখে। প্রাথমিক পর্যায়ে তারা নকশা দেখে ছেড়ে দেয় কিন্তু পরে সেটির পরিদর্শন বা নির্দেশনা আছে কিনা দেখা হয় না ।
তিনি বলেন, আগুন লাগলে ফায়ার এ্যালার্ম বাঝাতে হবে। জরুরি ভিত্তিতে বাহিরে কিভাবে যেতে হবে? এসব বিষয় ফায়ার সার্ভিসকে সক্রিয় ভ‚মিকা রাখতে হতে। বিল্ডিং তৈরিতে কোনো ত্রুটি আছে কিনা তা দেখার জন্য ফায়ার সার্ভিসকে ক্ষমতা দিতে হবে। কারণ তাদের ক্ষমতা না দিলে সেটি করতে পারবে না।
তিনি আরো বলেন, আইন তো করতেই হবে। অন্যের নিরাপত্তা নয় নিজের জন্যও তো নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তা জোরদার করতে কোনো প্রকার ছাড় দেয়া যাবে না।
আপনার মতামত লিখুন :