শিরোনাম
◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিল্ডিং তৈরিতে অগ্নিনির্বাপণের বিষয় নিশ্চিত করতে ফায়ার সার্ভিসকে ক্ষমতা দিতে হবে, বললেন সাবেক আইজিপি

নুর নাহার : সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। আমেরিকাতেও প্রায় সময় অগ্নিকাণ্ডের সংবাদ শোনা যায়। কিন্তু তাদের যে ব্যবস্থাপনা এবং ফায়ার নিরাপত্তার নির্দেশনা সব অক্ষরে অক্ষরে পালন হয়। তার পরও এমন ঘটনা ঘটে। আমাদের দেশে ফায়ার কোড না থাকলেও ফায়ার প্রটেকশন ম্যানু রয়েছে। যমুনা টিভি

তিনি বলেন, একটি বিল্ডিং তৈরি করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও পরিবেশবাদী সংস্থার অনুমোদন নিতে হয়। বিল্ডিং তৈরির নকশা করার সময় ফায়ার নিরাপত্তার একটি ব্যবস্থা রাখে। প্রাথমিক পর্যায়ে তারা নকশা দেখে ছেড়ে দেয় কিন্তু পরে সেটির পরিদর্শন বা নির্দেশনা আছে কিনা দেখা হয় না ।

তিনি বলেন, আগুন লাগলে ফায়ার এ্যালার্ম বাঝাতে হবে। জরুরি ভিত্তিতে বাহিরে কিভাবে যেতে হবে? এসব বিষয় ফায়ার সার্ভিসকে সক্রিয় ভ‚মিকা রাখতে হতে। বিল্ডিং তৈরিতে কোনো ত্রুটি আছে কিনা তা দেখার জন্য ফায়ার সার্ভিসকে ক্ষমতা দিতে হবে। কারণ তাদের ক্ষমতা না দিলে সেটি করতে পারবে না।

তিনি আরো বলেন, আইন তো করতেই হবে। অন্যের নিরাপত্তা নয় নিজের জন্যও তো নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তা জোরদার করতে কোনো প্রকার ছাড় দেয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়