শিমুল মাহমুদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান বলেছেন, আমি ছাত্রলীগের প্রোডাক্ট। আমার দীর্ঘ রাজনীতির ক্যারিয়ার আছে। আমাকে কেবল বিএনপির লোকজন ভোট দেয়নি, আওয়ামী লীগের লোকজনও ভোট দিয়েছে। সুতরাং তাদের হয়ে কথা বলার জন্য আমাকে সংসদে যেতে হবে। তবে সেটা আমার দল গণফোরামের সম্মতির ভিত্তিতে হতে হবে। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎরে তিনি এসব কথা বলেন।
মোকাব্বির খান বলেন, শপথ গ্রহণের বিষয়টি আমার কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ যে, যারা আমাকে ভোট দিয়েছে, তাদের কাছে আমার যে কমিটমেন্ট, সেটা রক্ষা করা। কারণ, আমাকে রাজনীতি করতে হবে এবং বার বার তাদের (জনগণ) কাছে যেতে হবে।
তিনি বলেন, একটা বিষয় সবার মনে রাখা উচিত। আমি কিন্তু গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার শপথের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গণফোরাম থেকেই আসবে। যেহেতু জোটগত ভাবে নির্বাচন হয়েছে, সেহেতু জোটের প্রধান শরিক বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্যকে নিয়েই সংসদে যেতে চাই। সেটা হলেই ভালো হয়।
তিনি বলেন, আমরা এমন একটা বিপর্যয়ের মধ্যেও যারা নির্বাচিত হয়েছি, তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা। বিষয়টি আমরা যেমন উপলব্ধি করছি, বিএনপিও তেমনি উপলব্ধি করছে। কিন্তু নির্বাচনের পর যেহেতু সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে ফল প্রত্যাখান করা হয়েছে, সেহেতু শপথ গ্রহণের সিদ্ধান্ত নিতে তাদের (বিএনপি) একটু সময় লাগবে। দেখা যাক, শেষ পর্যন্ত তারা কী করে।
আপনার মতামত লিখুন :