শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির কাছে প্রিয় যে দশটি জিনিস

নিজস্ব প্রতিবদক: বাংলাদেশ ক্রিকেটের হার না মানা এক সৈনিক, সফল অধিনায়ক যার হতে ধরে বাংলাদেশ ক্রিকেট আজ এই অবস্থানে আছে তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট এদেশের মানুষের জানের খেলা, প্রাণের খেলা। তাই সবার কাছে প্রিয় মাশরাফি। ফলে তার প্রিয় বিষয়গুলো জানতে কোটি ক্রিকেটপ্রেমীর কেপ্রুহলের অন্ত নেই। তাদের চাহিদা নিবৃত্ত করতেই আমাদের এ আয়োজন। আসুন জেনে নেই প্রিয় ম্যাশের প্রিয় ১০টি বিষয়।

খাবার: মায়ের হাতের খিচুড়ি-গরুর মাংস, আর প্রতিদিনের জন্য ডাল-ভাত-আল ভর্তা, ডিম ভাজা।

পোশাক: মাঠের বাইরে টি-শার্ট জিন্সেই স্বচ্ছন্দ। আর স্পেশাল প্রোগ্রামে পাঞ্জাবি পরতেও পছন্দ করেন।

ফোন: ফোনের ক্ষেত্রে স্যামসাং ও আইফোনই তার পছন্দের ব্র্যান্ড। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তবে হাতের ফোনটির বিষয়ে বেশ চুজি। পছন্দের ব্র্যান্ডের লেটেস্ট ফোনটিই তার হাতে দেখা যায়।

ঘোরার জায়গা: প্রথম পছন্দ সেই নড়াইলের চিত্রাপার। যেই নদীর তীরে বেড়ে উঠেছেন। শৈশবের স্মৃতিবিজড়িত নিজের জেলাই সবচেয়ে পছন্দ। এর পরে রয়েছে পাহাড়-বরফ ঘেরা কাশ্মির।

সানগ্লাস, ক্যাপ: শপিং মানেই কমন আইটেম সানগ্লাস আর ক্যাপ।

প্রিয় খেলা: নিজে ক্রিকেট খেললেও ফুটবলের পাঁড় ভক্ত। প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা। স্বাভাবিকভাবেই প্রিয় দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

প্রিয় গায়ক: পপতারকা বা রক সঙ্গীতশিল্পী জেমস। অবসর বা ঘরোয়া পার্টিতে বন্ধুমহলে এ গুণী শিল্পীর গানই সঙ্গী তার। ব্যান্ড ভীষণ পছন্দ করেন।

প্রিয় ব্যক্তি: প্রিয় ব্যক্তির তালিকা অনেক লম্বা। প্রথম নাহিদ মামা। যার সঙ্গে খুনসুটি করে বেড়ে উঠেছেন। কৈশোরের খেলার সাথী, প্রথম বাইক চালানো-সবই শুরুর সঙ্গী এ মামা। এরপর নানী। ছোটবেলায় তার আদরেই মানুষ হয়েছেন। বাবা-মা, প্রিয়তমা স্ত্রী আর আদরের দুই সন্তান হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজা আছেন। লিস্ট কিন্তু আরো লম্বা.. যেখানে রয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষ।

অবসরে: অবসরে আড্ডা দিতে পছন্দ করেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেন। মজা, মাস্তি, খুনসুটি করে সময় কাটান।

প্রিয় ম্যাচ: ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। বৃষ্টি বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থাকে। তবে অভিষেকেই জাত চেনান। ১০৬ রানে শিকার করেন ৪ উইকেট। তখনকার মাঠ কাঁপানো গ্র্যান্ট ফ্লাওয়ার ছিলেন প্রথম শিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়