ফাহিম বিজয় : তিন চাকার যান চলাচলে নিষেধজ্ঞার পর চালকদের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি ও সরকারের নির্দেশ অমান্য করে মহাসড়কে চলছে সিএনজি-অটোরিকসাসহ তিন চাকার যানবাহন। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলাচলে ক্ষোভ জানিয়েছেন পরিবহন চালকরা। এসএ টিভি
রাজধানী ঢাকার সাথে উত্তরের জেলাগুলোর যোগাযোগের প্রধান মাধ্যম ঢাকা-রংপুর মহাসড়ক। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ মহাসড়কে পাল্লা দিয়ে বেড়ে চলছে অবৈধ যান চলাচল। নিষোধজ্ঞার পরও মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল করছে। এতে ক্ষুব্ধ পরিবহন চালকরা।
শ্যালেমেশিন চালিত এসব যানবাহনে লাইন্সেসবিহীন অদক্ষ চালকের কারণে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মহাসড়ক থেকে তিন চাকার এই যানবাহন অপসারনের দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের এ নেতার। এদিকে, নিয়মিত মামলা দেয়া হচ্ছে এসব যানবাহন ও চালকের বিরুদ্ধে। তবে লোকবল সংকট ও সচেতনতার অভাবের কথা বললেন এক পুলিশ কর্মকর্তা।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকায় প্রতিদিন অন্তত ১ হাজার অবৈধ যান চলাচল করছে।