সাজিয়া আক্তার : বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে মানুষের স্থান দখল করে নিয়েছে রোবট। ঘরোয়া কাজ থেকে শুরু করে নানা ঝুঁকিপূর্ন কাজে ব্যবহার হচ্ছে রোবট। তবে এবার সুইডেনে চাকরির ইন্টারভিউ নিচ্ছে রোবট। চাকরির ইন্টারভিউ ব্যবস্থাকে শতভাগ নিরপেক্ষ করতে রোবট ব্যবহার করা হচ্ছে। এই রোবটির নাম টেংগাই। বিডি মনিং
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই রোবটের ব্যবহারও শুরু করা হয়েছে। রোবটটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে দেশটির সবচেয়ে বড় একটি রিক্রুটিং এজেন্সি। কর্মী বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাত এবং বৈষম্যের অভিযোগ আছে সুইডেনে। তারা বিদেশিদের কাজ দিতে ঝুঁকিপূর্ণ মনে করে।
জানা গেছে, টেংগাই রোবটি মানুষের মতো চোখের পাতা ফেলতে পারে, হাসতে পারে ও বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেংগাই এখন সুইডিশ ভাষায় চাকরির ইন্টারভিউও নিতে পারে।
এলিনা ওবারমার্টিনজনের দাবি, যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের উত্তরের ভিত্তিতেই যোগ্য প্রার্থী খুঁজে বের করবে এলিনা। এক্ষেত্রে কোনো পক্ষপাত থাকবে না।কারো প্রতি অবচেতন পক্ষপাত দেখায় না টেংগাই। সবাইকে ও সমানভাবে দেখে।তাই চাকরির ইন্টারভিউতে টেংগাইকে ব্যবহার করা সবাই স্বাভাবিকভাবেই নেবে।
আপনার মতামত লিখুন :