সৌরভ নূর : স্বাধীনতার ৪৮ বছরে ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির বিভিন্ন চেষ্টা করলেও বাংলাদেশ তাতে সফল হয়নি। এ প্রসঙ্গে লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি বলতে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাটি সারাবিশে^র মেনে নেয়া। যদি তাই হয় তাহলে আমি বলবো অলিখিতভাবে সেই স্বীকৃতি আমরা পেয়ে গেছি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার ব্যাপারটি আমার কাছে মুখ্য নয় বরং দেশের মানুষের কাছে ইতিহাস পুংঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরাটা আরো জরুরি বলে মনে হয়।
আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতিতে কিছু আসে যায় না, যদি ক্ষতিপূরণ পাওয়া যেতো সেটা বরং অর্থবহ হতো। এছাড়া এখানে আন্তর্জাতিক রাজনীতিরও একটা প্রভাব রয়েছে। অথচ আমরা ব্যাকরণ মেনে এই গণহত্যার বিশ্লেষণ কিংবা গবেষণা করিনি। আমরা শুধু সংখ্যার দিকে প্রাধান্য দিয়েছি কিন্তু গণনির্যাতনের ব্যাপারটা আমরা কেউ ভাবিনি। এছাড়া আমরা যেকোনো ব্যাপারেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা একটু বেশিই করি। এর ফলে বোঝা যায় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতির দিকে চেয়ে না থেকে ব্যাকরণ অনুযায়ী গণহত্যা বিষয়ক গবেষণায় মন দেয়া উচিত। তবেই আমরা নিহতদের প্রকৃত সম্মান দিতে পারবো, গণহত্যার মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :