শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া না-পাওয়ায় আমাদের ইতিহাস পরিবর্তন হবে না : আফসান চৌধুরী

সৌরভ নূর : স্বাধীনতার ৪৮ বছরে ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির বিভিন্ন চেষ্টা করলেও বাংলাদেশ তাতে সফল হয়নি। এ প্রসঙ্গে লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি বলতে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাটি সারাবিশে^র মেনে নেয়া। যদি তাই হয় তাহলে আমি বলবো অলিখিতভাবে সেই স্বীকৃতি আমরা পেয়ে গেছি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার ব্যাপারটি আমার কাছে মুখ্য নয় বরং দেশের মানুষের কাছে ইতিহাস পুংঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরাটা আরো জরুরি বলে মনে হয়।

আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতিতে কিছু আসে যায় না, যদি ক্ষতিপূরণ পাওয়া যেতো সেটা বরং অর্থবহ হতো। এছাড়া এখানে আন্তর্জাতিক রাজনীতিরও একটা প্রভাব রয়েছে। অথচ আমরা ব্যাকরণ মেনে এই গণহত্যার বিশ্লেষণ কিংবা গবেষণা করিনি। আমরা শুধু সংখ্যার দিকে প্রাধান্য দিয়েছি কিন্তু গণনির্যাতনের ব্যাপারটা আমরা কেউ ভাবিনি। এছাড়া আমরা যেকোনো ব্যাপারেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা একটু বেশিই করি। এর ফলে বোঝা যায় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতির দিকে চেয়ে না থেকে ব্যাকরণ অনুযায়ী গণহত্যা বিষয়ক গবেষণায় মন দেয়া উচিত। তবেই আমরা নিহতদের প্রকৃত সম্মান দিতে পারবো, গণহত্যার মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়