সালেহ্ বিপ্লব : দু’জন পাইলট মিলে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটিকে ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্ত অরল্যান্ডো বিমানবন্দর থেকে উড়াল দেয়ার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ১০ মিনিটের মধ্যেই পাইলট সে বিমানবন্দরেই ফিরে যান। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে, এ তথ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) আরো জানায়, এতে কোনো যাত্রী ছিলো না। সংরক্ষণের জন্যে বিমানটিকে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে নেয়া হচ্ছিলো। এনডিটিভি, ইউপিআই
পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনার পর সারাবিশ্বে তোলপাড় বোয়িং-এর এই বিশেষ মডেলটি নিয়ে। বিভিন্ন দেশ এই বিমানটি বাতিলের সিদ্ধান্ত নেয়। প্রথমেই গাইগুই করলেও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একই পথে হাঁটতে বাধ্য হয়। আর তা না করে উপায়ও ছিলো না। খোদ সিনেটররা প্রশ্ন তুলে তুলেছেন বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট নিয়ে, জানতে চেয়েছেন এই বিমানের নির্মাণে কোথাও ত্রুটি আছে কি না। এ ব্যাপারে গঠিত একটি সিনেট কমিটি আজ শুনানি ডেকেছে, যেখানে ব্যাখ্যা চাওয়া হবে এফএএ’র কর্তাদের কাছে।
আপনার মতামত লিখুন :