শিরোনাম
◈ চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার ◈ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, এবার হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজের কাছে ◈ বাংলাদেশ- আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে বুধবার, আধুনিকতার ছোঁয়ায় উন্মোচিত হলো ট্রফি ◈ অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে সাম্প্রতিক দূরত্বের কারণে আইপিএল নিলামে উপেক্ষিত বাংলাদেশিরা ◈ আলিফকে দলীয় কর্মী দাবি করে জামায়াত আমিরের নিন্দা, সবাইকে ধৈর্য ধরার আহ্বান ◈ দেশের বাজারে আবারও ভরিতে সোনার দাম কমল ২৮২৩ টাকা ◈ যে কোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখব : তারেক রহমান ◈ বিএনপির মতবিনিময় সভায় ছাত্রলীগকে গণধোলাই দিতে বলা সেই ওসিকে বদলি ◈ ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয়, বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে : সারজিস আলম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহনাজ রহমতউল্লাহ : এক দেশপ্রেমী স্বর্গীয় জাতীয় কন্ঠী!

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক ও টুইটারে বাংলাদেশ, পাকিস্তান ও বিশ্বের নানা প্রান্তের অনুরাগীরা তাকে ‘স্বর্গীয়কন্ঠী’ ও ‘জাতীয়কণ্ঠী’ পুরোধায় অভিহিত করেছেন, যা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও গণচীনের সিজিটিএন-এ প্রতিফলিত।ড় বাংলাদেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া তার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। উপরন্তু বান্ধবী বিয়োগে খালেদা জিয়া হয়েছেন অশ্রুসিক্ত। এমনই বিমোহিত কন্ঠের অধিকারী, যার নিরবিচ্ছিন্ন পদচারণা পাঁচ দশকে দক্ষিণ এশিয়ায় তাকে সমুজ্জ্বল ও সন্মানিত করেছে; তিনি আর কেউ নন, বরং শাহনাজ রহমতউল্লাহ। ৬৭ বছর বয়সে রাজধানীর বারিধারায় তার প্রয়াণ ঘটেছে এবং বিদায়কালে রেখে গেছেন স্বামী, এক পুত্র ও এক কন্যা।

পাঁচ দশকের পেশাগত জীবনের বিস্তৃতিতে তিনি নানা আবহের গান, বিশেষত দেশাত্মবোধক গান গেয়ে প্রায় ৭ বছর আগে অবসরে যান। ষাটের দশকে মাত্র ১০ বছর বয়সে বড় ভাই প্রয়াত জাফর ইকবালের সঙ্গে ঢাকার সঙ্গীত জগতে তথা রেডিওতে গান গেয়ে তার আত্মপ্রকাশ ঘটে।
আমরা কখনোই ভুলতে পারবো না, এই অগ্নিঝরা মার্চ মাসেই তদানীন্তন পশ্চিম পাকিস্তানের নাগপাশ থেকে মুক্তির লক্ষ্যে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ইতিহাসে আজকের বাংলাদেশই ছিল পূর্ব পাকিস্তান, যাকে পূর্ব বাংলাও বলা হতো। ১৯৭১ সালের মার্চ মাসে উভয় পক্ষ যুদ্ধে অবতীর্ণ হলে এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিচ্ছিন্ন পূর্ব পাকিস্তানই স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পায়। আর সে সময়কালেই শাহনাজের দেশাত্মবোধক গান অপরাপর গানের মাঝে হয়ে উঠে আমাদের প্রভূত প্রেরণার উৎস।

তার সে গানের স্বীকৃতিতে শাহনাজ রহমতউল্লাহ ১৯৯২ সালে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সন্মান একুশে পদকে ভূষিত হন। এর আগে পান নারীকন্ঠী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯০), বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। এরপর ২০০৬ সালে বিবিসি’র সর্বকালের ২০ সেরা বাংলা গানের তালিকায় তার চারটি গান স্থান পায়।

তার ওই প্রয়াণে যে দেশাত্মবোধক গানগুলো আমাদের ঐক্যতানে চির জাগরুক, যেমন- মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমায় যদি প্রশ্ন করে... বলবো বাংলাদেশ’, ‘এক তাঁরা তুই দেশের কথা’, ‘একবার যেতে দেনা আমার ছোট্ট গাঁয়’ এবং ‘আমার দেশের মাটির গন্ধে ভরে আছে মন’ কেবলই ‘দৃষ্টির সীমানায়’ অ্যালবামটিকে বিমূর্ত করে। যেখানে গানের কথায় রয়েছে- ‘যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙ্গিনায়, সে হারালো কোথায়, কোন দূর অজানায়’। আজ মানুষের মরণত্বে শাহনাজের গানের কথাগুলোই যেন স্মৃতিপটে উদ্ভাসিত!

ইমেইল: bukhari.toronto@gmail.com

  • সর্বশেষ
  • জনপ্রিয়