ইসমাঈল ইমু : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক দুজন সফরসঙ্গীসহ মঙ্গলবার ৬ দিনের সরকারী সফরে মালয়েশিয়া গেছেন।
মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশন ও এয়ার চিফ কনফারেন্স এ অংশগ্রহণ এবং আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করবেন। তিনি ওই দেশের বিমান বাহিনী প্রধানসহ এয়ার চীফ কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন, ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ও আইআরকেইউটি কর্পোরেশন এর প্রতিনিধিদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন।
মালয়েশিয়া সফরকালীন সময়ে বিমান বাহিনী প্রধানকে ‘হল অব ফেম’ উপাধি প্রদান করার কথা রয়েছে। বিমান বাহিনী প্রধানের মালয়েশিয়া সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে বিদায় জানান।
মালয়েশিয়া অবস্থানকালে নৌ প্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান এর ফ্লিট রিভিউ এ অংশ গ্রহণ করবেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কালচারাল অনুষ্ঠানে যোগ দেবেন।
লিমা-২০১৯ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছে। উক্ত মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌ প্রধান আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন।
আপনার মতামত লিখুন :