সুজন কৈরী : ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত ডিএমপির ট্রাফিক বিভাগের স্পেশাল টাস্কফোর্সের অভিযান চলছে। অভিযানকালে গত দুইদিনে (রোববার ও সোমবার) ট্রাফিক আইন অমান্যকারী মোট ১হাজার ১৩৭টি গণপরিবহনে তল্লাশী করা হয়েছে। এ সময় ৩৮৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ২২৬টি রেকারিং ও ১৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে দুইদিনে ট্রাফিক উত্তর বিভাগ খিলক্ষেত, নতুন বাজার, কোকাকোলা ও কাকলী ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ২৮৯টি গণপরিবহন তল্লাশী করে ৭৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৪৯টি গাড়ি রেকারিং করে। পূর্ব বিভাগ গুলিস্তান ট্রাফিক বক্স, মৌচাক ক্রসিং, গোলাপবাগ ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩১০টি গণপরিবহন তল্লাশী করে ৬৬টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৬৯টি গাড়ি রেকারিং এবং ৩টি গাড়ি ডাম্পিং করেছে। পশ্চিম বিভাগ মিরপুর মাজাররোড, মিরপুর ১-১০ নম্বর, মানিকমিয়া, বছিলা ও টেকনিক্যাল এলাকায় অভিযান চালিয়ে ২৮০টি গণপরিবহন তল্লাশী করে ৯০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৩৪টি গাড়ি রেকারিং ও ১৩টি গাড়ি ডাম্পিং করেছে। এছাড়া দক্ষিণ বিভাগ কলাবাগান, সাইন্সল্যাব, আজিমপুর, মৎসভবন ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৫৮টি গণপরিবহন তল্লাশী করে ১৫২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৭৪টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করেছে।
বোরবার থেকে শুরু হওয়া টাস্কফোর্সের এ কার্যক্রম আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রাজধানীজুড়ে চলবে।
আপনার মতামত লিখুন :