শিরোনাম
◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে স্পেশাল টাস্কফোর্সের অভিযান দুই দিনে ৩৮৫ গাড়ির বিরুদ্ধে মামলা

সুজন কৈরী : ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত ডিএমপির ট্রাফিক বিভাগের স্পেশাল টাস্কফোর্সের অভিযান চলছে। অভিযানকালে গত দুইদিনে (রোববার ও সোমবার) ট্রাফিক আইন অমান্যকারী মোট ১হাজার ১৩৭টি গণপরিবহনে তল্লাশী করা হয়েছে। এ সময় ৩৮৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ২২৬টি রেকারিং ও ১৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে দুইদিনে ট্রাফিক উত্তর বিভাগ খিলক্ষেত, নতুন বাজার, কোকাকোলা ও কাকলী ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ২৮৯টি গণপরিবহন তল্লাশী করে ৭৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৪৯টি গাড়ি রেকারিং করে। পূর্ব বিভাগ গুলিস্তান ট্রাফিক বক্স, মৌচাক ক্রসিং, গোলাপবাগ ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩১০টি গণপরিবহন তল্লাশী করে ৬৬টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৬৯টি গাড়ি রেকারিং এবং ৩টি গাড়ি ডাম্পিং করেছে। পশ্চিম বিভাগ মিরপুর মাজাররোড, মিরপুর ১-১০ নম্বর, মানিকমিয়া, বছিলা ও টেকনিক্যাল এলাকায় অভিযান চালিয়ে ২৮০টি গণপরিবহন তল্লাশী করে ৯০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৩৪টি গাড়ি রেকারিং ও ১৩টি গাড়ি ডাম্পিং করেছে। এছাড়া দক্ষিণ বিভাগ কলাবাগান, সাইন্সল্যাব, আজিমপুর, মৎসভবন ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৫৮টি গণপরিবহন তল্লাশী করে ১৫২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৭৪টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করেছে।

বোরবার থেকে শুরু হওয়া টাস্কফোর্সের এ কার্যক্রম আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রাজধানীজুড়ে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়