আমিন মুনশি : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও কিয়াম বন্ধ করা হয়েছে বলে গত কয়েকদিন যাবত অনলাইনে প্রচারণা চালাচ্ছে কওমিপন্থী কিছু অনলাইন অ্যক্টিভিস্ট। এ জন্য তারা ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন। এ বিষয়ে মিলাদ-কিয়াম অনুসারীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে হেয় করতেই কেউ কেউ মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যারা এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এর নিন্দা জানাচ্ছি। আমি নিজ উদ্যোগেই মিলাদের আয়োজন করবো।’
রোববার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ আবদুল্লাহর সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির প্রতিনিধিদের বিশেষ বৈঠকে এ তথ্য জানানো হয়।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিলাদ-কিয়াম বন্ধ করা হয়েছে বলে যে অনলাইন প্রচারণা চলছে তা গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আরও বলেছেন, ‘মিলাদ ও কিয়ামকে বিদআত বলা তো দূরের কথা, এ বিষয়ে কোনো নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য আমি করিনি। একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে।’
প্রসঙ্গত, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ-কিয়াম বন্ধ করা হয়েছে বলে গত কয়েকদিন যাবত অনলাইনে প্রচারণা চালাচ্ছে কওমিপন্থী কিছু অনলাইন অ্যক্টিভিস্ট। এ জন্য তারা ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু ধর্মপ্রতিমন্ত্রী কোথায় এ কথা বলেছেন, তা কেউ উল্লেখ করেনি।
এ বিষয়ে মিলাদ-কিয়াম অনুসারীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারাও না জেনে বিষয়টির প্রতিবাদ জানান। ছারছিনা, জৈনপুরীসহ সুন্নি দরবারগুলো মিলাদের পক্ষে অবস্থান নেন। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হলে এ বিষয়ে ধর্মপ্রতিমন্ত্রীর অবস্থান জানতে রোবাবার তার সঙ্গে একটি প্রতিনিধিদল দেখা করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, বিষয়টি পুরোটাই গুজব। তিনি এমন কিছু বলেননি।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, চাঁদপুর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আফম আবু বকর সিদ্দিক, নারিন্দা আহসানুল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু জাফর মুহাম্মাদ হেলাল, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক।
আপনার মতামত লিখুন :