নিজস্ব প্রতিবেদক : আগের মতো এখন আর উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যায়না আকাশী-নীলদের মাঝে। দু’দলের ২২ গজের লড়াইয়ের ঝাঁঝ উঠে গেছে সেই কবেই। মর্যাদার লড়াইটা এখন কেবলই একপেশে। যেন আবাহনীতে স্থায়ী আবাস গড়েছে। আর মোহামেডান টিকে আছে কেবলই ঐতিহ্যের তকমা গায়ে মেখে।
ডিপিএলের ৫ মৌসুমে ৫বার মুখোমুখি হলেও ৩বারই জয় চিনিয়ে নিয়েছে আবাহনী। এ মৌসুমে প্রথমবারের মতোই আরেকটি নিরুত্তাপ ম্যাচে সোমবার (২৫ মার্চ) আবার মুখোমুখি হচ্ছে চিরচেনা এই দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
নিরুত্তাপ ম্যাচ সম্পর্কে মোসাদ্দেকের ভাষ্য, ‘আসলে সকালে অনুশীলনে আসার পর মনে হয়েছে কাল মনে হয় আবাহনী-মোহামেডান ম্যাচ। আবাহনী-মোহামেডান সবসময়ই শুনে আসছি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়। আমাদের দল ভালো। মোহামেডানও দল হিসেবে ভালো। একটা ম্যাচ হয়তো হারছি। তবে আমাদের দল খুব ভালো পজিশনে আছে। আমরা আসলে ওদের দিকে ফোকাস না করে ম্যাচের দিকে ফোকাস করছি।’