শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহনাজ রহমতউল্লাহর গলার ঢং ছিলো রেওয়াজি, সুরের সাথে একটা শাস্ত্রীয় কাজ থাকতো, বললেন গাজী মাজহারুল আনোয়ার

মারুফুল আলম : শাহনাজ রহমত উল্লাহর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, সুরের সাথে একটা শাস্ত্রীয় কাজ থাকতো তার। গলার ঢং ছিলো রেওয়াজি। বিবিসি বাংলা

প্রয়াত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ প্রসঙ্গে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে বিজয়লাভের মুহূর্তে শাহনাজ রহমত উল্লাহর কণ্ঠেই ধ্বনিত হয়েছিলো জয় বাংলা-বাংলার জয় গানটি।

শাহনাজ রহমত উল্লাহ অনেকগুলো কালজয়ী গান গেয়ে মানুষের মন জয় করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ অসংখ্য কালজয়ী গান তাঁর কণ্ঠ থেকেই ধ্বনিত হয়েছে।

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, শাহনাজ রহমত উল্লাহ তার অপূর্ব কণ্ঠ আর গায়কী ঢং দিয়ে কয়েক প্রজন্মকে একই সূত্রে গেঁথেছেন। অসাধারণ মানবিক গুণাবলী দিয়ে পরবর্তীকালের শিল্পীদের কাছেও তিনি প্রিয় হয়ে ওঠেন।

১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী ১০ বছর বয়স থেকেই গান শুরু করেন। খেলাঘর থেকে শুরু করা এ শিল্পীর কণ্ঠ শুরু থেকেই ছিল বেশ পরিণত। গজল সম্রাট মেহদী হাসানের শিষ্য হয়েছিলেন তিনি। গান শুরু করেছিলেন মায়ের অনুপ্রেরণায়। ১৯৯২ সালে একুশে পদক পাওয়া শাহনাজ রহমত উল্লাহ স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে ২৩ মার্চ ২০১৯ সালে পরপারে পাড়ি জমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়