শিরোনাম
◈ দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবস ভিত্তিক কর্মসূচির চিন্তা আওয়ামী লীগের ◈ পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিব ও চাননি: জামায়াতের আমির (ভিডিও) ◈ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের মর্যাদা নিয়ে যা বললেন ◈ জানা গেল কি এসেছিল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে  ◈ অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান (ভিডিও) ◈ অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা ◈ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি ◈ ‘তিন শূন্যের’ ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ "বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের ২০২৪ এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ" ◈ মাকে হত্যায় ছেলের সম্পৃক্ততা নিয়ে দুই বক্তব্য, যা জানাল র‍্যাব (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের মধ্যে সাহস যোগাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দিলেন রিজভী

শাহানুজ্জামান টিটু : নেতাকর্মীদের মধ্যে শক্তি যোগাতে গ্রেফতার মাথায় নিয়েও প্রতিনিয়তই খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের রাজপথে নামছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

দীর্ঘ সময় ধরে বিএনপির এই নেতা নিজেকে বন্দি রেখেছেন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। যেদিন খালেদা জিয়ার কারাবন্দি হলেন সেখান থেকেই। কিভাবে সময় কাটে তার। অধিকাংশ সময় তিনি দলের সিদ্ধান্তের বিষয়গুলো জানাতে হাজির হন গণমাধ্যমের সামনে। পুরো দপ্তর নিয়ে চলে তার কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা যারা কার্যালয়ে আসেন তাদের সঙ্গে সাক্ষাৎ দেন তিনি।

পারিবারিক জীবনের অধিকাংশ সময়ই কেটে যায় এই অফিসে। কখনো কখনো তার স্ত্রী এসে দেখে যান তাকে। খাবার আসেন কখনো বাসা থেকে, অফিসের রান্না খাবার কিংবা কোনো নেতারা বাসা থেকে আসে তার খাবার। এভাবে কাটে বিএনপি এই নেতার রাজনৈতিক ও ব্যক্তি জীবন।

রিজভী জানান, গণতন্ত্রের মা, আমাদের মা কারাগারে। এটা ভালো লাগে না। যে নেত্রী মায়ের মমতা দিয়ে আমাদের, এই দেশটাকে ভালোবাসেন। যার হাত ধরে এদেশে গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছে। তাকে পুরস্কৃত না করে বরং সরকারের নীলনকশা বাস্তবায়নে মিথ্যা মামলায় একটা নির্জন পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। এটা কি মেনে নেয়ার মত?

রাজধানীর রাজপথে যখন অন্য কোনো নেতার দেখা মেলে না। তখন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সোচ্চার রিজভী সুযোগ বুঝেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই নেমে পড়েন রাজপথে। দাবি তোলেন খালেদা জিয়ার মুক্তির। আর অন্যদের সাহস যোগান তার মত মুক্তির আন্দোলনে যেন নেতাকর্মীরা সোচ্চার হোক।

শনিবার দুপুরে কাঁটাবন মোড় থেকে রিজভী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল শাহবাগ আজিজ সুপার মার্কেটের সম্মুখে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও এদেশের জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

এর আগে সকাল ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে অনশন কর্মসূচি’র উদ্বোধনী করেন তিনি।

রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এখন দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন। দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন। শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়