মো. আল-আমিন: রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে গণপূর্ত অধিদপ্তর তাদের ট্রেনিং একাডেমি সম্প্রপ্রসারণ করেছে। সেখানে সুউচ্চ প্রাচীর দিয়ে বানানো হয়েছে গাড়ীর গ্যারেজ। এতে সংকুচিত হয়ে গেছে খেলার মাঠের জন্য নির্ধারিত জায়গা। -ইনডিপেন্ডেন্টে টিভি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে এলেনবাড়ীতে শিশুদের জন্য খেলার মাঠ তৈরীর নির্দেশ দেন। সেই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণর্পূত সচিবকে চিঠিও দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হওয়ায় বিস্মিত এলাকাবাসী। তারা জানান, শিশুদের খেলার মাঠের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ থাকলেও অজানা কারণে তা দখল হয়ে যাচ্ছে। দ্রুত মাঠটি আবার ঠিক করে খেলাধূলার উপযোগী করার দাবিও জানান তারা।
পরিবেশবিদ ইকবাল হাবিব বলেন, এ ধরনের সরকারি মাঠ কোনো কাজে ব্যবহারে সরকারি নির্দেশনা অনুসরন করা অধিক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যদি নির্দেশনা থাকে আমি মনে করি না সেই নির্দেশনা অমান্য করার ধৃষ্টতা কারো দেখানো উচিত।
গণপূর্তমন্ত্রী বলেন, রেকর্ডে সেখানে কোনো খেলার মাঠ নেই। তবে জায়গাটি পরিদর্শন করে অচিরেই শিশুদের খেলার মাঠের ব্যবস্থা করা হবে। একটা কোয়ার্টারে শিশুদের জন্য খেলার মাঠ থাকাটা দরকার।
আপনার মতামত লিখুন :