শিরোনাম
◈ শাপলা চত্বরে ‘গণহত্যা’ : হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতে ইসলামের ◈ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আন্দোলনকারীরা আমারই ভাই, কার ওপর কঠোর হব : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ◈ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ এবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি ◈ চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ◈ সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির ◈ অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আব্দুল্লাহ আল জ্যাকবকে রিমান্ড শেষে কারাগারে ◈ চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান আটকে দিয়েছেন ইসকন সমর্থকরা(ভিডিও) ◈ আশুলিয়ায় ৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্রষ্টা হয়তো ইসরায়েলকে রক্ষায় ট্রাম্পকে প্রেরণ করেছেন, বললেন পম্পেও

আব্দুর রাজ্জাক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, স্রষ্টা সম্ভবত ইসরায়েলকে রক্ষায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেরণ করেছেন।’ ইসরায়েলের ওপর ইরানের সন্দেহভাজন হুমকি নিয়ে একটি খ্রিস্টান টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ মন্তব্য করেন। এনডিটিভি, বিবিসি, সিএনএন

পম্পেও তার সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতেও যুক্তরাষ্ট্রের অনন্য ভূমিকার প্রশংসা করেন। ইরানের হুমকি থেকে ইসরায়েলকে বাঁচাতে ট্রাম্প এখনো ভূমিকা রাখছেন কিনা জানতে চাইলেই পম্পেও তাকে স্বর্গীয় ব্যক্তি হিসেবে তুলনা করেন।

ট্রাম্পকে স্বর্গীয় ব্যক্তিত্ব হিসেবে তুলনা এটিই প্রথম নয়। মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পকে স্রষ্টা নিজেই মনোনিত করেছেন বলে গত জানুয়ারিতে এক ধর্মীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে দফায় দফায় অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছেন। গত শুক্রবারও ইরানের ১৪জন ব্যক্তি ও ১৭টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই ব্যক্তি ও সংগঠনগুলো ইরানের পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত ও তেহরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে জানতে চাইলে কোন জবাব না পাওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়