শিরোনাম

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: ২. আগামীকাল শনিবার শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবেন সাকিব আল হাসান। গত মৌসুমে হয়ে খেলা সানরাইজার্স হায়দরাবাদের এবারো খেলবেন তিনি। গত আসরে এদটিকে রানার্সআপ করতে দারুণ অবদান রেখেছিলেন সাকিব।

৩. সাকিবের প্রতি দলটির চাহিদাটা যেনো একটু বাড়তিই। তাই তো টুর্নামেন্ট শুরুর আগেরদিনই বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা ও বুদ্ধির ঝুলি থেকে জাদু দেখার আবদার করে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

৪. শুক্রবার দুপুরে সাকিবকে স্বাগত জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির কর্তৃপক্ষ লিখেছে, ‘অভিজ্ঞতায় ভরপুর এবং একজন অলরাউন্ড পারফর্মার। সাকিব আল হাসান ফিরেছেন। সে শুধু ফিরছেই না, ব্যাগ ভর্তি বুদ্ধি নিয়েই ফিরছে।’

https://twitter.com/SunRisers/status/1108993538241544192

৫. আইপিএলের নতুন মৌসুমে হায়দরাবাদের প্রথম খেলা রবিবার। কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটায় খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়