আব্দুর রাজ্জাক : ২.আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তালেবানের জ্যেষ্ঠ নেতারের গুপ্তহত্যায় একটি বিশেষ কর্মসূচি হাতে নিতে অনুরোধ করেছিলেন। বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই (এমইই)। আফগানিস্তানে প্রায় ১৮ বছরের যুদ্ধাবসানে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রতিনিধিরা। আল-জাজিরা
৩.গত ১২ জানুয়ারি পম্পেওর আমিরাত সফরের সময় তাকে এই অনুরোধ করা হয়েছিলো। তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের সমঝোতা না হওয়ায় এ অনুরোধ করা হলেছিলো বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রটি আমিরাতি যুবরাজ ও পম্পেওর বৈঠকের বিষয়ে বিস্তারিত জ্ঞান রাখেন বলে এমইই তাদের প্রতিবেদনে জানিয়েছে।
৪.যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ‘খারাপ’ লোকদের হাতে ছেড়ে দিচ্ছে যা এ অঞ্চলের জন্য হুমকি স্বরুপ বলে মন্তব্য করে তালেবান নেতাদের হত্যায় খুনি ভাড়া করারও প্রস্তাব দিয়েছিলেন বিন জায়েদ।
৫.তালেবানের সঙ্গে শান্তি-আলোচনার প্রশংসা করেছেন যুবরাজ বিন জায়েদ। প্রসঙ্গত, তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের প্রথম দফার বৈঠকটি আবুধাবিতেই অনুষ্ঠিত হয়েছিলো। তবে তালেবানের সঙ্গে সমস্ত আলোচনা বৈঠকগুলো এখন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে যেখানে ২০১৩ সাল থেকে দলটির একটি রাজনৈতিক অফিস কার্যকর রয়েছে।
আপনার মতামত লিখুন :