শিরোনাম
◈ দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি ‘জামায়াত-চরমোনাই জোট’ ◈ কুয়াশায় ঢেকেছে ঢাকা, ফিরলো শীতের আমেজ ◈ ট্রাম্পের সঙ্গে ফোনালাপ: সৌদি আরবের ফের বিপুল বিনিয়োগের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে ◈ ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য (সরাসরি) ◈ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা ◈ ফিফা সভাপতি আসছেন মার্চে, নারী ফুটবলে অর্থায়নের সম্ভাবনা ◈ বাংলার বাঘের অপেক্ষায় পিএসএলের দল পাকিস্তানের পেশোয়ার জালমি ◈ চ্যাম্পিয়নস ট্রফি, জার্সিতে পাকিস্তানের নাম লিখে খেলবে ভারত! ◈ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কট করলে সমস্যার সমাধান হবে না: জস বাটলার 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়া সীমান্তে হোলি উৎসবে মাতল বিজিবি-বিএসএফ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ২) সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা (হোলি) উপলক্ষে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের আবির (রং) মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

৩) বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ারআখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ হোলি উৎসব উদযাপন করা হয়।


এর আগে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার হিসেবে তুলে দেয়া হয়। এ ধরনের আয়োজনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করে বিজিবি ও বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের নোম্যান্সল্যান্ডে হোলির আনন্দে মাতলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

৪) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তে বিএসএফের আমন্ত্রণে বিজিবি জওয়ানরা হোলি খেলায় শামিল হন। উভয় দেশের সীমান্তরক্ষী জওয়ানরা পরস্পরের মধ্যে আবির (রং) মাখিয়ে খেলেন। বিএসএফ জওয়ানরা আবির মেখে দেন বিজিবি জওয়ানদের গায়ে। অপরদিকে বিজিবি জওয়ানরা আবির মেখে দেন ভারতীয় জওয়ানের শরীরে। এ সময় লাউড স্পিকারে হোলির গানের তালে তালে সবাই মিলে নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।

৫) আগরতলা স্থলবন্দর বিএসএফ কোম্পানি কমান্ডার কৃষাণ কুমার ও বন্দর ক্যাম্প কমান্ডার গণপতি বলেন, আখাউড়া স্থলবন্দর বিজিবি জওয়ানরা হোলির আনন্দে শামিল হওয়ায় আমরা সবাই খুশি। আখাউড়া স্থলবন্দর ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম বলেন, এ সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সব সময়ই বন্ধুত্বপূর্ণভাবে কাজ করছে। আগামীতেও দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আন্তরিকতা বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়